প্রতি ২২ মিনিটে একটি করে গোল করছেন হরলান্ড
>রেড বুল সালজবুর্গের হয়ে গোলের বন্যা বইয়ে দেওয়ার পর এই জানুয়ারিতেই যোগ দিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডে। সেখানেও চলছে আর্লিং ব্রট হরলান্ডের গোল-উৎসব। মাত্র ৪ ম্যাচে করেছেন ৮ গোল। অথচ এই চার ম্যাচের মধ্যে একাদশে ছিলেন মাত্র এক ম্যাচে!
তাঁর নিজেরও নিশ্চয়ই একটু আফসোস হচ্ছে। মৌসুমের শুরুতেই যদি ডর্টমুন্ডে যোগ দিতেন তাহলে এই মৌসুমে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে তাঁর ধারেকাছে কেউ থাকতেন কি না, সন্দেহ! মাত্র ৪ ম্যাচে আর্লিং ব্রট হরলান্ড যা করেছেন, সেটা করতে পারেননি জার্মানির ইতিহাসে অন্য কোনো খেলোয়াড়। ডর্টমুন্ডের হয়ে এই ৪ ম্যাচেই ৮ গোল হরলান্ডের। অথচ এই ৪ ম্যাচের মধ্যে একাদশে ছিলেন মাত্র এক ম্যাচে, কোনো ম্যাচেই ৯০ মিনিট খেলা হয়নি তাঁর! অবিশ্বাস্যই তো!
রেড বুল সালজবুর্গের হয়ে এই মৌসুমে প্রথম খেলেছেন চ্যাম্পিয়নস লিগ, সেখানেই গোলের বন্যা বইয়ে দিয়ে ফুটবল বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন হরলান্ড। গ্রুপপর্বের প্রথম ৫ ম্যাচেই করেছেন ৮ গোল। তাঁর এই অবিশ্বাস্য ফর্ম দেখে ইউরোপের চল্লিশটি ক্লাব আগ্রহ দেখিয়েছিল দলে নিতে। শেষ পর্যন্ত গত বছর একেবারে শেষের দিকে হরলান্ড যোগ দিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডে। ক্লাব বদলালেও তাঁর ফর্ম আছে আগের মতোই।
ডর্টমুন্ডের হয়ে নিজের প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন না হরলান্ড। বদলি নেমেই অগসবুর্গের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ২৩ মিনিটে, সব মিলিয়ে খেলেছিলেন ৩৪ মিনিট। পরশু কোলনের বিপক্ষে বদলি নামেন ৬৫ মিনিটে। দুই ম্যাচে সব মিলিয়ে খেলেন ৫৯ মিনিট, তবে পাঁচ গোল পেতে তাঁর সময় লেগেছে ৫৭ মিনিট। বুন্দেসলিগার ইতিহাসে এত দ্রুত পাঁচ গোল করার কীর্তি নেই কোনো খেলোয়াড়ের, বদলি নেমে তো নয়ই।
এমন অবিশ্বাস্য ফর্ম দেখেই হয়তো তৃতীয় ম্যাচে তাঁকে শুরুতেই নামিয়েছিলেন ডর্টমুন্ড কোচ লুসিয়েন ফাভরে। ১৯ বছর বয়সী স্ট্রাইকার এবারও নিরাশ করেননি। ৭৯ মিনিট খেলেছেন, করেছেন দুই গোল। সব মিলিয়ে বুন্দেসলিগায় ৩ ম্যাচে ৭ গোল।
কাল জার্মান কাপেও অভিষেক হয়ে গেল হরলান্ডের। ভেরডার ব্রেমেনের বিপক্ষে এবারও বদলি নেমেছেন দ্বিতীয়ার্ধে, তারপর ম্যাচের ৬৭ মিনিটে পেয়ে গেছেন গোল! ম্যাচটা অবশ্য জিততে পারেনি ডর্টমুন্ড, হেরে গেছে ৩-১ গোলে। তবে গোল করে হরলান্ড গড়েছেন নতুন এক রেকর্ড। বুন্দেসলিগার কোনো ক্লাবের হয়ে নিজের প্রথম ৪ ম্যাচেই ৮ গোল করতে পারেননি অন্য কোনো খেলোয়াড়। অবিশ্বাস্য হচ্ছে, প্রতি গোলের জন্য হরলান্ডের লেগেছে মাত্র ২২ মিনিট!
এই হারে গোল করতে থাকলে মৌসুমের শেষে তাঁর গোল সংখ্যা কোথায় গিয়ে থামে, সেটাই দেখার অপেক্ষা।