'পাকিস্তানের শচীন' হতে চান না আবিদ আলী
ক্রিকেটে রান সংগ্রহের যত রেকর্ড আছে, তার প্রায় সবই শচীন টেন্ডুলকারের দখলে। চোখ রাঙানো ব্যাটিং দক্ষতা আর আকাঙ্ক্ষা যোগ হলে কী হতে পারে, তার অপূর্ব নিদর্শন টেন্ডুলকার। তাঁর সঙ্গে তুলনা হলে বর্তে যান যে কোনো ব্যাটসম্যান। তবে আবিদ আলী চান তাঁকে যেন কেউ ‘পাকিস্তানের শচীন’ না ডাকে।
ক্যারিয়ারের শুরুটা দারুণ হয়েছে আবিদ আলীর। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ও ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি করেছেন এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে দুই মাসের ব্যবধানে এমন দুই রেকর্ড গড়ে এখন তৃতীয় রেকর্ডে আশায় আছেন। সেটা ক্যারিয়ারের প্রথম তিন টেস্টেই সেঞ্চুরি। এ অনন্য অর্জন এখন পর্যন্ত ভারতের মোহাম্মদ আজহারউদ্দিনের আছে। ইংল্যান্ডের বিপক্ষে সেই ১৯৮৪-৮৫তে প্রথম তিন টেস্টেই সেঞ্চুরি ছিল সাবেক ভারতীয় অধিনায়কের।
আবিদ আলীর মাথায় সে রেকর্ডের ভাবনা ভালোভাবেই আছে, ‘আগামী মাসে (ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে যখন বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলব, এটা মাথায় থাকবে। কিন্তু আমি শুধু নিজের সেরাটাই দিতে পারি আর ইতিবাচক খেলতে পারি। তৃতীয় সেঞ্চুরি হাঁকানো আমার জন্যও গুরুত্বপূর্ণ, কিন্তু আমি শুধু আমার সেরাটাই দিতে পারি।’
আজহারউদ্দিনের রেকর্ডে চোখ থাকলেও তাঁর পছন্দের ব্যাটসম্যান কিন্তু অন্য একজন। কিংবদন্তি টেন্ডুলকারকেই আদর্শ মানেন আবিদ। তাঁর ব্যাটিং শৈলী ও স্টান্সও অনুকরণ করার চেষ্টা করেন, ‘অবশ্যই আরও অনেক দারুণ ব্যাটসম্যান আছেন কিন্তু টেন্ডুলকার যেভাবে খেলতেন আমি সেভাবে খেলার চেষ্টা করি।’ লাহোরে সাংবাদিকদের প্রশ্নের মুখে আরও বলেছেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি শচীনের ব্যাটিং অনুসরণ করেছি। আমি অবশ্য ইউনিস খান, ইনজামাম-উল-হক, রিকি পন্টিং , মার্ক ওয়াহর ব্যাটিংও দেখেছি। কিন্তু আমার উচ্চতা শচীন টেন্ডুলকারের কাছাকাছি। তাই আমি তাকেই অনুসরণ করি বেশি।’
টেন্ডুলকারকে অনুকরণ করলেও তাঁকে কেউ ‘পাকিস্তানের শচীন’ বানিয়ে দিক এটা চান না আবিদ, ‘আমি শচীনের সব ভালো দিক অনুকরণ করার চেষ্টা করছি। আমি তাঁর কৌশল শেখার চেষ্টা করি। কিন্তু আমি চাই না কেউ আমাকে পাকিস্তানের শচীন ডাকুক।’
টেন্ডুলকারের প্রায় দ্বিগুণ বয়সে (৩২ বছর) আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত আবিদ আজহারউদ্দিনের রেকর্ড ছোঁবেন নাকি ‘শচীন’ হবেন, সেটা অবশ্য আগামী মাসেই দেখা যাবে। বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু আগামী ৭ ফেব্রুয়ারি।