ভারতের পাকিস্তানে আসার অপেক্ষায় আফ্রিদি

আফ্রিদি স্বপ্ন দেখেন পাকিস্তানের মাটিতে আবার দেখা যাবে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ। ফাইল ছবি
আফ্রিদি স্বপ্ন দেখেন পাকিস্তানের মাটিতে আবার দেখা যাবে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ। ফাইল ছবি
>

২০১২ সাল থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। শহীদ আফ্রিদির আশা শিগগিরই পাকিস্তান সফরে আসবে ভারত

সে এক সময় ছিল ক্রিকেট বিশ্বে—ভারত-পাকিস্তান ম্যাচ হবে, ক্রিকেট বিশ্ব বিভক্ত হয়ে যাবে দুই ভাগে। চারদিকে উড়ে বেড়াবে উত্তেজনার রেণু, থাকবে যুদ্ধ-যুদ্ধ একটা ভাব। এমন কত ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াইয়ের সাক্ষী কলকাতার ইডেন গার্ডেন বা করাচির ন্যাশনাল স্টেডিয়াম! ভারতের নেহেরু স্টেডিয়াম বা পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামেও কি কম হয়েছে এশিয়ার দুই পরাশক্তির লড়াই!

আর এখন? ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই দেখা যায় কালেভদ্রে, শুধু আইসিসির টুর্নামেন্টগুলোয়। দুই দেশের রাজনৈতিক উত্তাপের কাছে হার মানতে হয়েছে ক্রিকেটকে। পাকিস্তান প্রতিবেশী দেশটির সঙ্গে খেলতে চাইলেও ভারত আইসিসির টুর্নামেন্ট ছাড়া তা চায় না। ফলাফল—সেই ২০১২ সালের পর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দল দুটি। আইসিসির মাধ্যমে কয়েক দফায় দেন-দরবার করেও ব্যর্থ হয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার জন্য ভারতকে রাজি করাতে পারেনি কেউ।

ভারতের এই অনড় অবস্থার মধ্যেই পাকিস্তানের সাবেক অধিনায়ক একটি স্বপ্ন দেখছেন—শিগগিরই পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে ভারত! সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড বলেছে, এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি পাকিস্তানে হলে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তারা পাকিস্তানে খেলতে যাবে না। এই প্রসঙ্গ টেনে আফ্রিদি বলেছেন, ‘এশিয়া কাপ অবশ্যই ভারত-পাকিস্তান দুই দলের অংশগ্রহণেই হওয়া উচিত। তৃতীয় কোনো পক্ষ ছাড়াই ভারত-পাকিস্তানের এক সঙ্গে বসে সমস্যাগুলো সমাধান করে নেওয়ার সময় এসেছে এখন। সমস্যা অনেক আছে, কিন্তু দুই দেশের কর্মকর্তারা এক সঙ্গে আলোচনায় বসলে এর সমাধান সম্ভব। তবে এশিয়া কাপ যেখানেই হোক ভারত-পাকিস্তানের অংশগ্রহণেই হওয়া উচিত।’

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার তো এমন স্বপ্নও দেখছেন, লাহোরের গাদ্দাফি বা করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আবার সেই রোমাঞ্চ ছড়ানো ক্রিকেট লড়াইয়ে নামবে ভারত-পাকিস্তান। শিগগিরই হয়তো পাকিস্তান সফরে আসবে ভারত! গালফ নিউজকে আফ্রিদি বলেছেন, ‘পুরো পিএসএল পাকিস্তানে হওয়াটা সব দেশের জন্যই ভালো খবর। এ ছাড়া বাংলাদেশ পাকিস্তান সফর করেছে, এমনকি টেস্ট খেলতেও আসবে। এটাই বলছে, নিরাপত্তা পরিস্থিতি এখন ভালো। আমি অপেক্ষায় আছি ভারতও পাকিস্তানে একটি সিরিজ খেলতে আসবে।’