যুব ওয়ানডেতে যেখানে বাংলাদেশের আগে কেবল ভারতই
>অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের যুবাদের পারফরম্যান্স বেশ ভালো
পচেফস্ট্রুমে আজ অগ্নিপরীক্ষা যুবাদের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল,প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তবে এই ম্যাচে বাংলাদেশের যুবারা কিন্তু খেলতে নামবে আত্মবিশ্বাস নিয়েই। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে চলতি যুব বিশ্বকাপের মাঝামাঝি সময়ে (অন্তত ১০ ম্যাচ) ওয়ানডেতে হার-জিত বিবেচনায় বাংলাদেশ যে এগিয়ে দক্ষিণ আফ্রিকার চেয়েও।
এ সময়ে ১৮ ওয়ানডেতে ৬ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের যুবারা একই সময়ে প্রোটিয়াদের চেয়ে বেশি ওয়ানডে খেলেছে। ৩২ ওয়ানডেতে ১৪ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ সময় যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। ৩৫ ম্যাচে বাংলাদেশের সমান ১৪জয় পেয়েছে লঙ্কান যুবারা । জয়ের সংখ্যায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা শুধু ভারতের অনূর্ধ্ব-১৯ দলের পেছনে। ভারত ৩২ ম্যাচে পেয়েছে ২২ জয়ের দেখা। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে এরই মধ্যে সেমিতে পা রেখেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। এদিকে পাকিস্তান যুবদলও উঠেছে কোয়ার্টার ফাইনালে। কাল আফগানিস্তানের বিপক্ষে তারা খেলবে সেমিতে ওঠার লড়াইয়ে।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল এ সময় ১৬ ম্যাচে পেয়েছে ১০ জয়ের দেখা। ১১ ম্যাচে ৩ জয় পেয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তালিকাটির তলানির তিন দল যথাক্রমে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। ৮ ম্যাচে ৫ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে ২ জয় ওয়েস্ট ইন্ডিজের। জয়ের হার হিসাব করলে এ হিসাবটা একটু এদিক–ওদিক হতে পারে।
২০১৮ সালের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল খেলেছে ৩৮ ওয়ানডে। এর মধ্যে জিতেছে ২০ ম্যাচ। ৫০ ওভারের সংস্করণে বাংলাদেশের যুবারা যে একেবারে খারাপ করছে না তা জাতীয় দলের পারফরম্যান্সের পাশে রেখেই বোঝা যায়।