ইনিংস ও ১৩০ রানে হারল বাংলাদেশ
ইন্দোর টেস্টে ৬ উইকেটে ৪৯৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত। আজ তৃতীয় দিনের খেলা শুরুর আগেই ভারতের প্রথম ইনিংস ঘোষণা করেন অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ প্রথম ইনিংসেই ৩৪৩ রানে এগিয়ে ছিল স্বাগতিকেরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২১৩ রানেই অলআউট হয় বাংলাদেশ। এতে ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে হার মেনে নিতে হলো মুশফিক–মুমিনুলদের।
দ্বিতীয় ইনিংসে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সকালের সেশনে ৪ উইকেটে ৬০ রান তুলে লাঞ্চ বিরতিতে গিয়েছিল তারা। দ্বিতীয় সেশনটাই মোটামুটি ভালো কেটেছে বাংলাদেশের। এ সময় আরও ২ উইকেট হারিয়ে ১৩১ রান তোলেন মুমিনুলরা। শেষ সেশনে বাকি ৪ উইকেট হারিয়ে ২২ রান তুলেই গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৬৪ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। প্রথম ইনিংসেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছিলেন মুশফিক। লিটন দাসের ব্যাট থেকে এসেছে ৩৯ বলে ৩৫ রানের দুরন্ত ইনিংস। ৩৮ রান করেন মেহেদী হাসান মিরাজ।
হোলকার স্টেডিয়ামের উইকেট সকালে পেস বোলারদের জন্য সহায়ক। সে সুবিধা নিতেই ইনিংস ঘোষণা করেছেন কোহলি। নতুন বলে ভারতের তিন পেসার ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামিকে সামলাতে ব্যাটিংয়ে নেমেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও ইমরুল কায়েস। কিন্তু ষষ্ঠ ওভারেই ইমরুলকে (৬) বোল্ড করে ফেরার পথ দেখিয়ে দেন উমেশ।
পরের ওভারে আরেক ওপেনার সাদমান ইসলামকেও (৬) বোল্ড আউট করেন ইশান্ত। মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন মিলে তৃতীয় উইকেটে ২১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। এ পরিস্থিতিতে মুমিনুলকে (৭) এলবিডব্লুর ফাঁদে ফেলেন শামি। মাঝে এক ওভার পরই শামিকে অযথাই পুল করতে গিয়ে ক্যাচ দেন মিঠুন (১৮)। পঞ্চম উইকেটে ২৮ রানের জুটি গড়তে পারেন মুশফিক–মাহমুদউল্লাহ। শামির বলে স্লিপে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ (১৫)। ৪৩ বলে ৬ রান করে শামির শিকার হন তাইজুল।
দ্বিতীয় সেশন শুরুর পর পঞ্চম ওভারে ফিরেছেন মাহমুদউল্লাহ। লিটন দাস এসে সহজাত ব্যাটিং করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। শিকার হন রবিচন্দ্র অশ্বিনের। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে ফিরতি ক্যাচ দেন লিটন। অশ্বিনকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন মুশফিক। চা বিরতির পর শেষ সেশনে উমেশ যাদবের বলে বোল্ড হন মিরাজ (৩৮)। ৩১ রানে ৪ উইকেট নেন শামি।
>ইন্দোর টেস্টে ভারতের বিপক্ষে ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে হারল বাংলাদেশ।
কাল ভারতের হয়ে ২৪৩ রানের ইনিংস খেলেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। অজিঙ্কা রাহানের ব্যাট থেকে এসেছে ৮৬ রান। ৭৬ বলে ৬০ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। শেষ দিকে ১০ বলে অপরাজিত ২৫ রান করে ঝড় তোলেন উমেশ যাদব। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন পেসার আবু জায়েদ। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয় সফরকারী দল।