ধোনির ক্যাচ নেওয়ার রেকর্ড ছুঁলেন পন্ত
>অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে ২৩৫ রানে প্রথম ইনিংসে অলআউট অস্ট্রেলিয়া। এতে প্রথম ইনিংসেই ১৫ রানের লিড পেয়েছে ভারত। আজ তৃতীয় দিনের ধোনির রেকর্ড ছুঁয়েছেন ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্ত
অ্যাডিলেড টেস্টে ৭ উইকেটে ১৯১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। আজ তৃতীয় দিনে বেশিক্ষণ টিকতে পারেনি স্বাগতিকদের প্রথম ইনিংস। খেলা শুরুর ১০.৪ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার বাকি ৩ উইকেট তুলে নিয়েছেন ভারতের বোলাররা। অস্ট্রেলিয়া ২৩৫ রানে অলআউট হওয়ায় প্রথম ইনিংসে ১৫ রানের লিড পেয়েছে ভারত। আজ সকালের সেশনে বাকি তিনটি উইকেটই নিয়েছেন ভারতের পেসাররা। সব কটিই উইকেটের পেছনে গ্লাভসবন্দী করেছেন ঋষভ পন্ত। আর এর মধ্য দিয়ে পন্ত ছুঁয়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড।
২০০৯ সালে ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৬টি ক্যাচ নিয়েছিলেন ধোনি। ভারতের হয়ে টেস্টে এক ইনিংসে কোনো উইকেটরক্ষকের এটাই সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড। ২১ বছর বয়সী উইকেটরক্ষক পন্ত তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে এসেই ধোনির রেকর্ডটি ছুঁয়ে ফেললেন। আগের দিন উইকেটের পেছনে তিনটি ক্যাচ নিয়েছিলেন পন্ত। আজ নিয়েছেন তিনটি (ট্রাভিস হেড, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড)। টেস্টে ভারতের হয়ে এক ইনিংসে কোনো উইকেটরক্ষকের সর্বোচ্চ ছয়টি ডিসমিসালের রেকর্ড রয়েছে আরও একজনের—সৈয়দ কিরমানি। ১৯৭৬ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৫টি ক্যাচ আর ১টি স্টাম্পিং মিলিয়ে মোট ৬টি ডিসমিসাল করেছিলেন কিরমানি। টেস্টে এক ইনিংসে কোনো উইকেটরক্ষকের সর্বোচ্চ ডিসমিসালসংখ্যা ৭। ক্যাচের রেকর্ডও ৭টি।
আগের দিন উইকেটে অপরাজিত ছিলেন হেড ও স্টার্ক। আজ স্টার্ক বেশিক্ষণ টিকতে পারেননি। দিনের চতুর্থ ওভারেই অস্ট্রেলিয়ান এই পেসারকে তুলে নেন ভারতের পেসার জসপ্রীত বুমরা। এরপর বৃষ্টি হানা দেওয়ায় কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। পুনরায় শুরুর পর হাত খুলে স্ট্রোক খেলেছেন নাথান লায়ন। অন্য প্রান্তে বাকি দুই সতীর্থ আউট না হলে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসেই হয়তো লিড নিতে পারত। ২ চার ও ১ ছক্কায় ২৮ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন লায়ন। মোহাম্মদ শামি এসে তৃতীয় দিনে নিজের প্রথম ওভারেই পর পর দুই বলে তুলে নিয়েছেন হ্যাজলউড ও হেডকে। ওই ওভারেই (৯৮.৪) আবারও বৃষ্টি শুরু হওয়ায় লাঞ্চের বিরতিতে যায় দুই দল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ১১ রান তুলেছেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরালি বিজয়।