আবুধাবি টেস্ট বাঁচাতে পারবে পাকিস্তান?
>দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৫৩ রান করে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। টেস্ট জেতার জন্য পঞ্চম দিনে পাকিস্তানের লাগবে ২৮০ রান। ব্যাট করতে নেমেই কিউই বোলারদের তোপে হাবুডুবু খাচ্ছে তারা।
নিউজিল্যান্ডের হেনরি নিকোলসকে আর ফেরাতে পারেনি পাকিস্তানি বোলাররা। অপরাজিত ১২৬ রান করে নিকোলস দলের সংগ্রহকে টেনে নিয়ে গেছেন ৩৫৩ রানে। ফলে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের লক্ষ্য দাঁড়িয়েছে ২৮০ রানে। হাতে ৭৯ ওভার। কিন্তু ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে সরফরাজ আহমেদের দল। এই প্রতিবেদন লেখার সময় ৯২ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে তারা। উইকেটে আছেন বাবর আজম ও অধিনায়ক সরফরাজ নিজে। একটি করে উইকেট নিয়েছেন দুই পেসার কলিন ডি গ্র্যান্ডহোম আর টিম সাউদি, আর বাকি তিন উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন দুই স্পিনার আজাজ প্যাটেল ও উইলিয়াম সমারভিল।
১৯ রানের মাথাতেই সাউদির বলে বোল্ড হন সদ্য টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়া মোহাম্মদ হাফিজ। নিয়মিত বিরতিতে আউট হয়েছেন আজহার আলী, হারিস সোহেল, আসাদ শফিক আর ইমাম-উল-হক। সরফরাজ ২৭ আর বাবর ১৪ রানে অপরাজিত।
এর আগে ৪ উইকেটে ২৭২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করা নিউজিল্যান্ড দিনের প্রথম বলেই হারায় অধিনায়ক কেইন উইলিয়ামসের উইকেট, তাঁকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন পাক পেসার হাসান আলি। পরে ডি গ্র্যান্ডহোম ও ওয়াটলিং আউট হয়ে গেলেও আরেকদিকে উইকেট আঁকড়ে ছিলেন নিকোলস, ১২ চারের সাহায্যে ২৬৬ বলে ১২৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ৭ উইকেটে ৩৫৩ করে ইনিংস ঘোষণা দেয় নিউজিল্যান্ড। ৪ উইকেট নিয়ে ইয়াসির শাহ সবচেয়ে সফল বোলার ছিলেন পাকিস্তানের।