লিডের রেকর্ড বাংলাদেশের
>ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ পেয়েছে ৩৯৭ রানের লিড। টেস্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ লিড। কিন্তু টেস্ট ইতিহাসে?
মিরপুর টেস্টে বাংলাদেশ পেয়েছে ৩৯৭ রানের লিড। টেস্টে কখনো এত বড় লিড পায়নি বাংলাদেশ। অবশ্য টেস্ট ইতিহাসের মহাসমুদ্রে ডুব দিলে ৩৯৭ রানের বিশাল এই লিডও ‘বিশাল’ মনে হবে না!
প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭০২ রানের লিডের রেকর্ড আছে। ৮০ বছর ধরে যেটি ইংল্যান্ডের দখলে। সেই টেস্টটা অবশ্য পরিচিতি পেয়েছে ‘প্রহসনের টেস্ট’ হিসেবে। ১৯৩৮ সালের আগস্টে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড গড়ে ৯০৩ রানের ‘এভারেস্ট’, লম্বা সময় এটিই ছিল টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস (পরে যেটি শ্রীলঙ্কা ভেঙেছে ৯৫২ করে)। রানের এভারেস্ট দেখে অস্ট্রেলিয়ানরা এতটাই ভড়কে গেল, প্রথম ইনিংসে অলআউট ২০১ রানে। দুই ইনিংসের এই ৭০২ রানের ব্যবধান—আজও কেউ এ রেকর্ড ছোঁয়া দূরে থাক, কাছেও আসতে পারেনি। ইংল্যান্ডের দ্য টেলিগ্রাফ পত্রিকায় ওভালের ওই টেস্টের ম্যাচ রিপোর্টের শিরোনাম হয়েছিল ‘দ্য ফার্সিকাল টেস্ট’!
প্রথম ইনিংসে ৭০২ রানের লিড নেওয়ার রেকর্ড ভাঙা না হলেও শ্রীলঙ্কা এই তালিকায় দুইয়ে থাকাটা নিশ্চিত করেছে। ২০০৬ সালের জুলাইয়ে এসএসসিতে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করল ৫ উইকেটে ৭৫৬। প্রথম ইনিংসে লঙ্কানদের লিড ৫৮৭। এই টেস্টেই জুটির এক রেকর্ড গড়লেন দুই বন্ধু কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে—যেটি আজও অক্ষত। তৃতীয় উইকেটে দুজনের করেন ৬২৪, টেস্টে যেকোনো জুটিতে এখনো সর্বোচ্চ।
প্রথম ইনিংসে সর্বোচ্চ লিড নেওয়ার রেকর্ডে তিনে পাকিস্তান। ২০০২ সালের মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোর টেস্টে ইনজামাম-উল-হকের ট্রিপল সেঞ্চুরি ও ইমরান নাজিরের সেঞ্চুরিতে পাকিস্তান করে ৬৪৩। কিউইরা এই রান বোঝায় চাপা পড়ে অলআউট মাত্র ৭৩ রানে। পাকিস্তানের লিড ৫৭০ রানের।
প্রথম ইনিংসে কে কত বড় লিড নিয়েছে, এই তালিকায় বাংলাদেশের পাওয়া ৩৯৭ রানের লিড সেরা ৫০-এ আসবে না। বরং বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ ৪০০ রানের বেশি লিড নিয়েছে, এমন ঘটনাই আছে আটবার। তবে চমকে যাওয়ার মতো একটা মিল খুঁজে পাওয়া যায় আজকের ৩৯৭ রানের লিডে। ২০০২ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেই ওয়েস্ট ইন্ডিজ লিড পায় ৩৯৭ রানের। এখনো পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ওটাই ক্যারিবীয়দের সর্বোচ্চ লিড।
১৬ বছর পর বাংলাদেশও পাল্টা জবাব দিল, ঠিক ৩৯৭ রানের লিড নিয়ে। ২০০২ সালে ঢাকা টেস্টে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ৩১০ রানে। এই ম্যাচে বাংলাদেশও বড় জয় পেতে চাইবে