'বাংলাদেশের অবস্থা অনেক ভালো'
>মিরপুর টেস্টে ৫ উইকেটে ২৫৯ রান করে দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম দিন শেষে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? ওয়েস্ট ইন্ডিজই বা কতটা সফল?
বিসিবির এক নিরাপত্তা কর্তা গ্যালারিতে দর্শকের উপস্থিতি দেখে বেশ খুশি, ‘টেস্টের বিচারে অনেক দর্শক অবশ্যই!’ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন বলেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ একটু বেশি দর্শক, টেস্টে যেটি বিরল দৃশ্য। বিপুল দর্শককে হতাশ করেনি বাংলাদেশ—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন শেষ করেছে ৫ উইকেটে ২৫৯ রান তুলে। টেস্ট অভিষিক্ত সাদমান ইসলাম তো মনে করেন, ‘বাংলাদেশের অবস্থা আজ অনেক ভালো।’
ধবলধোলাইয়ের অভিযানে নামা বাংলাদেশ প্রথম দিন শেষে কোথায় দাঁড়িয়ে, এ প্রশ্নে দুই ধরনের উত্তর পাওয়া যেতে পারে—অনেকটা অর্ধপূর্ণ গ্লাসের মতো। তবে সাদমান বলছেন, বাংলাদেশ সুবিধাজনক অবস্থানেই আছে, ‘বাংলাদেশের অবস্থা আজ অনেক ভালো। কাল আমাদের পুরো দিন বাকি আছে। চেষ্টা করব আমাদের দলের যে পরিকল্পনা, সেটি কাজে লাগাতে। হয়তো কাল সৃষ্টিকর্তা আরও ভালো কিছু করার সুযোগ করে দেবেন।’
বাংলাদেশ কোন পরিকল্পনায় এগোচ্ছে, সেটিও কিছুটা খোলাসা করেছেন সাদমান। বাংলাদেশ চাইছে লম্বা জুটি গড়ে বড় স্কোর গড়তে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের কাঁধে রানের বোঝা চাপিয়ে দিতে। সেই বোঝার চাপে ক্যারিবীয়রা আর পরে যেন কুলিয়ে উঠতে না পারে। সাদমান আশাবাদী, পরিকল্পনা বাস্তবায়ন অসম্ভব নয়, ‘টস জেতার পর আমরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পরিকল্পনা ছিল বড় জুটি গড়ার। হয়তো আমাদের একটা বড় জুটি হয়েছে, সাকিব ভাই আর রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইয়ের জুটি হয়েছে। এই টেস্টের এখনো অনেক বাকি। কাল নিশ্চয়ই আরও বড় জুটি হবে। আমাদের যে পরিকল্পনা ছিল সেটা সফল হবে আশা করি।’
সাদমানকে আত্মবিশ্বাসী করছেন অপরাজিত দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান (৫৫) ও মাহমুদউল্লাহ (৩১)। কোনো বিশেষজ্ঞ পেসার ছাড়া খেলতে নামায় বাংলাদেশের ব্যাটিং গভীরতাও বেশি। ব্যাটিংয়ের অপেক্ষায় আছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ। তাইজুল ইসলাম ও নাঈম হাসানও যে ব্যাটিং পারেন, সেটি তো চট্টগ্রাম টেস্টেই দেখা গেছে। সাদমান তাই যতটা আত্মবিশ্বাসী কণ্ঠে বলতে পারলেন, বাংলাদেশ আজ ভালো অবস্থায় আছে, নিজের দলের অবস্থান নিয়ে দেবেন্দ্র বিশু তা বলতে পারেননি। ক্যারিবীয় লেগ স্পিনারের কণ্ঠে একটু আফসোস ঝরে পড়ল, ‘আমাদের আরও এক-দুই উইকেট বেশি পাওয়া উচিত ছিল। সেটা হলে ভালো হতো। কাল এই জায়গা থেকে আমাদের শুরু করতে হবে, দ্রুত কিছু উইকেট তুলে নিতে হবে এবং ওদের লেজ ধরে ফেলতে হবে। এখনো পর্যন্ত উইকেট ভালো মনে হয়েছে। দেখতে হবে কতটা সময় এমন থাকে।’