সাকিবের সঙ্গে ভক্তদের রসিকতা

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই ছবি পোস্ট করেন সাকিব। ছবি: ফেসবুক
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই ছবি পোস্ট করেন সাকিব। ছবি: ফেসবুক

‘ড্রাইভার গিয়েছে শিশিরকে ড্রপ করতে। কিন্তু আলাইনা চায় আইসক্রিম খেতে যেতে! কীভাবে যাই?’—জানতে চেয়েছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্নটি রেখেছেন সাকিব। আর সঙ্গে সঙ্গে হামলে পড়েছে সবাই। কেউ সাহায্য করতে চেয়েছেন সাকিবকে, কেউ আবার মজা করেছেন, আবার দু-একটি প্রতিষ্ঠান সাকিবকে সাহায্য করার মোড়কে নিজেদের বিজ্ঞাপন করে নিয়েছে!

ফেসবুকে আজ সকালে ‘সাহায্য চাই’ পোস্ট দেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যতিক্রমী বিজ্ঞাপন দেওয়ার এ কৌশল বুঝতে কারও অসুবিধা হয়নি। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সাহায্য করতে এক ভক্তের মন্তব্য, ‘কেন ভাই, আপনি যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেই আইসক্রিমকে কল দিলে তো আপনার বাসায় অনেক আইসক্রিম চলে আসবে।’ আবার একটি রাইড শেয়ারভিত্তিক অ্যাপ প্রতিষ্ঠান এই পোস্ট দিয়ে নিজেদের বিজ্ঞাপন করার চেষ্টা করেছে। সাকিবের এই পোস্টে তাঁদের মন্তব্য, ‘আমরা সাহায্য করতে পারি।’ প্রতিষ্ঠানটির উদ্দেশ্য বুঝতে কিন্তু সাকিবভক্তদের এতটুকু দেরি হয়নি। তাঁদের এই মন্তব্যে এক সাকিবভক্তের জবাব, ‘কথায় আছে না “বেচু আছে বেচুর তালে”।’ আরেক ভক্ত ঢাকার যানজট নিয়ে স্রেফ মজা লুটেছেন, ‘হা হা হা, জ্যামে পড়লে আইসক্রিম গলে যাবে।’

আরেক খুঁতখুঁতে ভক্ত অবশ্য সাকিবের এই পোস্টে কৌশলী বিজ্ঞাপণের গন্ধ পেয়েছেন। তাঁর মন্তব্য, ‘আমি নিশ্চিত তাঁর (সাকিব) শুধু একটি গাড়ি কিংবা একটি ড্রাইভার নেই। এটা একটা বিজ্ঞাপন, এই যা।’ আসলে বিজ্ঞাপনের গন্ধ পেয়েছেন অনেক ভক্তই। একজন যেমন লিখেছেন, ‘আইসক্রিম নাকি রাইড শেয়ারের বিজ্ঞাপন, বুঝছি না। আশা করি, পরবর্তী বিজ্ঞাপনে ক্লিয়ার হবে।’ মজার ব্যাপার, একটি ইলেকট্রনিকস পণ্যের প্রতিষ্ঠান সেই রাইড শেয়ারভিত্তিক অ্যাপের বিজ্ঞাপনের চেষ্টা গুবলেট করে দিয়েছে। প্রতিষ্ঠানটির মন্তব্য, ‘সাকিব, বাসায় বিশ্রাম নিন। অনলাইনে একটি রেফ্রিজারেটর অর্ডার করুন। আমরা সে সঙ্গে উপহার হিসেবে আলাইনার জন্য আইসক্রিম পাঠিয়ে দেব।’ বলা বাহুল্য, রাইড শেয়ার অ্যাপের মন্তব্য বিজ্ঞাপণ হলে ইলেকট্রনিকস প্রতিষ্ঠানের এই মন্তব্যও তো বিজ্ঞাপন–প্রচেষ্টা?

ভক্তদের মজা এখানেই শেষ নয়। সেই পোস্টে সাকিবের যে ছবিটা দেওয়া হয়েছে, তা হয় কেউ তুলে দিয়েছেন, নয়তো স্ট্যান্ড দিয়ে তোলা হয়েছে। এ নিয়ে স্বয়ং তাঁর ভক্তরাই মেতে উঠেছেন বিতর্কে। একজন লিখেছেন, ‘শিশির বাইরে, ড্রাইভারও বাইরে। যে ছবি তুলে দিয়েছে তাঁকে বলে আইসক্রিম আনিয়ে নেন।’ এই মন্তব্যে আরেক ভক্তের যুক্তি, ‘এই ছবি স্ট্যান্ড দিয়ে তোলা।’ এ ছাড়া ‘ছবিটা যে তুলেছে তাঁকে পাঠান’—এই মন্তব্য করেছেন অনেকেই। দু-একজন ভক্ত আবার সাকিবকে মনে করিয়ে দিয়েছেন, শীত পুরোপুরি না পড়লেও শীতের সকাল। ঠান্ডা আছে কিছুটা। আলাইনা মামনির তাই আইসক্রিম খেয়ে কাজ নেই। এ নিয়ে রসিকতাসুলভ মন্তব্যও আছে, ‘যাওয়াই ঠিক না! বাচ্চা মানুষ এই সকালবেলায় আইসক্রিম! ভাত খাওয়ান কাজে দেবে।’

‘গাড়ি নিয়ে আসি’—এমন মন্তব্য করেছেন অনেকেই। কয়েকজন আবার সাকিবের আঙুলের চোটের খবর জানতে চেয়েছেন। এই চোটের কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে খেলতে পারেননি সাকিব। তাঁকে নিয়ে ভক্তদের যে চিন্তার শেষ নেই, তা সাকিবের এই পোস্টের মন্তব্য অংশেই পরিষ্কার। ভক্তদের রসিকতা কিংবা দু-একটি তির্যক মন্তব্যে সাকিব যেন মন খারাপ না করেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন আরেক ভক্ত, ‘ভাই, সবাই মজা করে মন্তব্য করছে। কিছু মনে করবেন না। আপনার জন্য শুধুই হৃদয় নিংড়ানো ভালোবাসা।’