বিমানবন্দরে নিরাপত্তা-শঙ্কা, বাসে অপেক্ষায় কোহলিরা
>তৃতীয় ওয়ানডে খেলতে পুনে যাওয়ার পথে বিশাখাপট্টনম বিমানবন্দরে নিরাপত্তা–শঙ্কা পরিস্থিতির মধ্যে পড়েছিল ভারতীয় দল
দ্বিতীয় ওয়ানডেতে কী শ্বাসরুদ্ধ লড়াইটাই না হলো। ৩০০টি বৈধ বলেও মীমাংসা হয়নি ৩২১ রান তাড়া করার ম্যাচ। দম আটকানো সেই টাই ম্যাচ শেষে বিশাখাপট্টনম বিমানবন্দরে গিয়ে আরেকটি দম আটকানো পরিস্থিতির মধ্যে পড়েছিল ভারতীয় দলকে বহনকারী দুটি বাস।
বিশাখাপট্টনমে দ্বিতীয় ম্যাচ শেষে করে পুনের উদ্দেশ্য রওনা দিয়েছিল বিরাট কোহলির দল। পুনেতে আজ গড়াবে সিরিজের তৃতীয় ম্যাচ। কিন্তু বিশাখাপট্টনম বিমানবন্দরে যেতেই বিপত্তি। নিরাপত্তা–শঙ্কা! বিমানবন্দরে যাওয়া-আসা সাময়িক বন্ধ। অগত্যা কোহলিদের বাসেই বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিমানবন্দরের ভেতরে ঢুকতে দেওয়া হয় জাতীয় দলের ক্রিকেটারদের। তবে ক্ষতি যা হওয়ার ওই সময়টুকুতেই হয়েছে। নির্দিষ্ট সময়ের ফ্লাইট ধরতে পারেননি কোহলিরা।
দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বিশাখাপট্টনম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ওয়াইএসআর কংগ্রেস সভাপতি জগমোহন রেড্ডির ওপর অতর্কিত হামলা চালিয়েছিলেন বিমানবন্দরেরই এক খাবার কর্মী। চাকু নিয়ে এই রাজনৈতিক ব্যক্তির ওপর চড়াও হয়েছিল শ্রীনিবাস নামের সেই কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। যাতায়াতের ওপর নজরদারি কড়া করা হয়। আর এ জন্য কোহলিদের বাসে বসে অপেক্ষা করতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।