এশিয়া কাপে খেলবেন কোহলি?

ইংল্যান্ডে টানা খেলার মধ্যে রয়েছেন কোহলি। ছবি: এএফপি
ইংল্যান্ডে টানা খেলার মধ্যে রয়েছেন কোহলি। ছবি: এএফপি
>

এশিয়া কাপের জন্য আজ স্কোয়াড ঘোষণা করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে বিশ্রাম পেতে পারেন বিরাট কোহলি

কোনো কিছুই চূড়ান্ত হয়নি। স্রেফ একটা প্রশ্ন উঠেছে, এশিয়া কাপে বিরাট কোহলিকে খেলানো কী ঠিক হবে? টানা খেলার যে চাপ যাচ্ছে তাঁর ওপর দিয়ে আর ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মাটিতেও টেস্ট সিরিজ আছে। সে ক্ষেত্রে এশিয়া কাপে কোহলিকে বিশ্রাম দেওয়া কতটুকু যুক্তিসংগত? এই প্রশ্নের জবাব মিলবে আজই। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের জন্য আজই স্কোয়াড ঘোষণা করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

তার আগে আলোচনা চলছে এশিয়া কাপে কোহলির খেলা না খেলার সম্ভাবনা নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু (১৫ সেপ্টেম্বর) হতে দুই সপ্তাহ বাকি। ইংল্যান্ডে প্রায় আড়াই মাসের ক্লান্তিকর সফর শেষ করে আরব আমিরাতে পা রাখবে ভারতীয় দল। পাশাপাশি ছোট খাট চোটেও ভুগছেন কোহলি। ঘাড়ের চোট কাটিয়ে ওঠার পর কয়েক মাস টানা খেলছেন। চলতি ইংল্যান্ড সিরিজেও লর্ডস টেস্টে পিঠের ব্যথায় ভুগেছেন ভারতীয় অধিনায়ক।

বিসিসিআই নির্বাচকেরা যে তাই কোহলিকে নিয়ে কিছুটা দ্বিধায় ভুগছেন সে কথা বলাই বাহুল্য। কারণ এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ন্যূনতম দুটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে ভারতের। ফাইনাল ধরলে তিনটি। কোহলি নিশ্চয়ই পাকিস্তানের মুখোমুখি হওয়ার সুযোগ ছাড়তে চাইবেন না? আর পাকিস্তানের মতো দলের বিপক্ষে বিসিসিআই নির্বাচকমণ্ডলীও নিশ্চয়ই তাঁদের সেরা ব্যাটসম্যানকে দলে রাখতে চাইবেন। কিন্তু তাঁদের এই চাওয়ায় যে দ্বিধাটুকু কাজ করছে সেটি এশিয়া কাপের পরবর্তী সময়টুকু নিয়ে।

আগামী তিন মাসে ছয়টি টেস্ট খেলবে ভারত। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে কোহলির দল। সেখানে দুটি টেস্ট খেলার সঙ্গে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজও আছে। এরপর নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। এ দুটি টেস্ট সিরিজে তরতাজা কোহলিকে পেতেই এশিয়া কাপে তাঁকে বিশ্রাম দেওয়ার গুঞ্জন উঠেছে। এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন বিসিসিআই নির্বাচকমণ্ডলী আজ এ নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। সংবাদমাধ্যম যেটুকু জানিয়েছে, এশিয়া কাপে কোহলিকে বিশ্রাম দেওয়া হলে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।