রেকর্ড-পরিসংখ্যানে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া
>আজ বাংলাদেশ সময় রাত ১২টায় বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এই ম্যাচ হারলে আর্জেন্টিনা গ্রুপপর্ব থেকেই বিদায়ের দ্বারপ্রান্তে চলে যাবে। কী বলছে পরিসংখ্যান? কী বলছে রেকর্ড? কতটা কঠিন প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া?
মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা স্বস্তিতে আছে, তবে খুব বেশি স্বস্তিতে নেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪ ম্যাচ খেলে দুটি জয় আর একটি ড্র আছে আর্জেন্টিনার। তবে একটি পরাজয়ও কিন্তু আছে। মুখোমুখি লড়াইয়ে দুই দল ৪ ম্যাচে ৯ গোল করেছে। ফলে আজকের ম্যাচেও একাধিক গোল দেখা যেতে পারে। এখানেও খুব বেশি স্বস্তি নেই আর্জেন্টিনার। ক্রোয়েশিয়ার জালে তারা ৫ গোল করেছে যেমন, হজমও কিন্তু করেছে ৪ গোল। ক্রোয়েশিয়ার চেয়ে আর্জেন্টিনা এগিয়ে। কিন্তু সেটা ‘একটু’।
আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া মুখোমুখি | ||||
| ম্যাচ | আর্জেন্টিনা | ক্রোয়েশিয়া | ড্র |
মোট | ৪ | ২ | ১ | ১ |
বিশ্বকাপে | ১ | ১ | ০ | ০ |
গোল | ৫ | ৪ |
|
আজ জিতলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে ক্রোয়েশিয়া |
২০০৬ সালে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোলটি ক্রোয়েশিয়ার বিপক্ষে। প্রীতি ম্যাচটি ৩-২ গোলে হারে আর্জেন্টিনা |
ক্রোয়াটদের বিপক্ষে দুই ম্যাচ খেলে দুই গোল করেছেন মেসি |
বিশ্বকাপে সর্বশেষ পাঁচ ম্যাচেই গোল পেয়েছে ক্রোয়েশিয়া |
আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিততে পারেনি সর্বশেষ ১৯৭৪ সালে |
গ্রুপপর্বে আর্জেন্টিনার সর্বশেষ হারটি ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে |
আর্জেন্টিনার হয়ে সর্বশেষ চার ম্যাচেই গোল পেয়েছেন সার্জিও আগুয়েরো |
বিশ্বকাপে সর্বশেষ ২১ শটে গোল নেই মেসির। গত দুই বছরে আর্জেন্টিনার হয়ে ১৭ ম্যাচে তাঁর ১৪ গোল |
১৯৯৮ সালের পর বিশ্বকাপে টানা দুটি ম্যাচ জেতেনি ক্রোয়েশিয়া |
গ্রুপপর্বে কখনোই দ্বিতীয় ম্যাচে হারেনি ক্রোয়াটরা (৩ জয়, ১ ড্র)। এই চার ম্যাচে গোল খেয়েছে মাত্র একটি |
বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষের বিপক্ষে চারটি ম্যাচেই হেরেছে ক্রোয়েশিয়া (ব্রাজিল ৩, আর্জেন্টিনা ১) |