এত কষ্ট কোথায় রাখবেন লানজিনি!
‘তীরে এসে তরি ডুবল!’
প্রবাদটা এখন আর্জেন্টাইন মিডফিল্ডার লানজিনির সঙ্গে খুব যায়। বিশ্বকাপের একদম আগমুহূর্তে অনুশীলনে ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এভাবে বিশ্বকাপ খেলার স্বপ্ন ধূলিসাৎ হওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে তাঁর। কিন্তু এমন অবস্থাতেও দলের জন্য শুভকামনায় কোনো ঘাটতি নেই ওয়েস্টহাম মিডফিল্ডারের। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের বার্তায় তাঁর বদলে সুযোগ পাওয়া এনজো পেরেজকেও শুভকামনা জানিয়েছেন।
ইনস্টাগ্রামের পোস্টে লানজিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকেই বিশ্বকাপে খেলার খুব স্বপ্ন ছিল। স্বপ্নের এত কাছে এসেও তা হাতছাড়া হয়ে যাওয়া আমার জন্য অনেক দুঃখজনক। আমাকে সমর্থন করার জন্য পরিবার, সহকর্মী এবং সব ভক্তকে ধন্যবাদ জানাতে চাই।’ তবে এত হতাশার মাঝেও রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে শুভকামনা জানাতে ভুল করেননি, ‘আশা করছি, আমার সহকর্মীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে।’
লানজিনির শূন্যতা পূরণে দলে জায়গা পেয়েছেন এনজো পেরেজ। গতবারের বিশ্বকাপের ফাইনাল খেলা আর্জেন্টিনা দলেও ছিলেন পেরেজ। তাই অভিজ্ঞতার দিক থেকে লানজিনির চেয়ে অনেকটাই এগিয়ে এই মিডফিল্ডার। পেরেজকে নিয়ে লানজিনিরও একই ধারণা। পেরেজের উদ্দেশে তিনি বলেন, ‘তাঁর জন্য শুভকামনা রইল। তিনি একজন অসাধারণ খেলোয়াড়। এটা লজ্জাজনক, তাঁকে ২৩ সদস্যের স্কোয়াডের বাইরে রাখা হয়েছিল। আশা করছি, তাঁর জন্য পৃথিবীর সবচেয়ে ভালো কিছু অপেক্ষা করছে। তাঁর যে অভিজ্ঞতা, তা প্রয়োগ করার জন্য তাঁকে দলের হয়ে খেলতে হবে।’
শুভকামনা জানালেও মনে মনে যে পুড়ে যাচ্ছেন লানজিনি, তা আর বলার প্রয়োজন নেই। ডান হাঁটুর ব্যথা যে এখন বুকের মাঝেও ছড়িয়ে পড়েছে তাঁর। যে বিশ্বকাপে মাঠ চষে বেড়াবার কথা, সেই বিশ্বকাপই তাঁকে দেখতে হবে টিভি পর্দায়। এত কষ্ট কোথায় রাখবেন লানজিনি!