মোস্তাফিজ নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও
>আইপিএল থেকে ফিরেছিলেন চোট নিয়েই। বাঁ পায়ের বুড়ো আঙুলের চোট। এই চোট মোস্তাফিজুর রহমানকে খেলতে দেয়নি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। চোট থেকে সেরে না ওঠায় মোস্তাফিজ থাকছেন না ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টেও
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যেদিন বাংলাদেশ রওনা দিল, ঠিক আগের দিন পাওয়া গেল দুঃসংবাদটা। আইপিএল থেকে বয়ে আনা বাঁ পায়ের বুড়ো আঙুলের চোটের কারণে খেলতে পারেননি আফগানদের বিপক্ষে সিরিজ। পায়ের এই চোট বাঁহাতি পেসারকে ছিটকে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেও।
এখনো পুনর্বাসনপ্রক্রিয়া চলছে মোস্তাফিজের। রানিংই শুরু করবেন ১৭ বা ১৮ জুন অর্থাৎ ঈদের পর। রানিংয়ের পর বোঝা যাবে তিনি চোট থেকে কতটা সেরে উঠেছেন। ৪ জুলাই ক্যারিবীয়দের বিপক্ষে শুরু প্রথম টেস্টে তাই মোস্তাফিজকে দলে না রাখারই পরামর্শ বিসিবির ফিজিও কিংবা চিকিৎসকদের।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ রওনা দেবে ২৩ জুন। যেহেতু মোস্তাফিজকে নিয়ে অনিশ্চয়তা আছে, কাল বিকেলে তাঁকে ছাড়াই বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করবেন নির্বাচকেরা। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন প্রথম আলোকে বললেন, ‘সে চোট থেকে সেরে ওঠেনি, তাকে দলে রাখব কী করে! তাকে তো আগে ফিট হতে হবে, তার পর না হয় দলে রাখার বিষয়টি আসবে।’