ঐতিহ্যবাহী জব্বারের বলী

বরাবরের মতো এ বছরও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা প্রতিযোগিতা। স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে গত শনিবার পাবনার সরকারি এডওয়ার্ড কলেজমাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেল থেকে রাত পর্যন্ত চলে প্রতিযোগীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। এবারের আসরে চট্টগ্রামের ২৩ জন, পাবনার ২০ জনসহ মোট ৪৩ জন বলী অংশ নেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রামের জীবন বলী এবং রানারআপ হয়েছেন পাবনার আবদুল লতিফ। ছবিগুলো শনিবারের।

একে অপরকে বাগে আনার চেষ্টায়। সবাই জিততে চান।
একে অপরকে বাগে আনার চেষ্টায়। সবাই জিততে চান।
ছোট-বড় সবাই বলী খেলা দেখতে জড়ো হন পাবনার সরকারি এডওয়ার্ড কলেজমাঠে।
ছোট-বড় সবাই বলী খেলা দেখতে জড়ো হন পাবনার সরকারি এডওয়ার্ড কলেজমাঠে।
দুই বলীর মধ্যে হার-জিতের লড়াই। কৌশলে ভুল হলেই হার।
দুই বলীর মধ্যে হার-জিতের লড়াই। কৌশলে ভুল হলেই হার।
লড়াইয়ের মধ্যেই বাদ্যযন্ত্র বাজছে। সংগীত অনুপ্রেরণা জোগায়।
লড়াইয়ের মধ্যেই বাদ্যযন্ত্র বাজছে। সংগীত অনুপ্রেরণা জোগায়।
একজন অন্যজনকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন। ভুল না হলে জয় প্রায় নিশ্চিত।
একজন অন্যজনকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন। ভুল না হলে জয় প্রায় নিশ্চিত।