খেত থেকে সরিষার আঁটি নিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা। সারা দিন কাটা হয়েছে সরিষা, এরপর সরিষার দানা ছাড়ানো হবে। সোহাগীপাড়া, নন্দীগ্রাম, বগুড়া, ১৯ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
২ / ২৫
দিন শেষে তপ্ত শরীর পানিতে ভিজিয়ে নিচ্ছে কয়েকটি শালিক। ফাল্গুনের প্রখর রোদ মাথাচাড়া দিতে শুরু করেছে। স্টেশন সড়ক, বগুড়া, ১৮ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
৩ / ২৫
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দেয়ালচিত্র আঁকা হচ্ছে। ছবি আঁকছেন চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য্য। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ঢাকা, ১৮ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম
৪ / ২৫
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে বাবার সঙ্গে দেখা করার আশায় দাঁড়িয়ে আছে ছোট্ট নিশি। তার বাবা নুরুল ইসলামকে ৯ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে আটক করা হয়। সিএমএম আদালত, ঢাকা, ১৮ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
৫ / ২৫
ফাল্গুনের মিঠে রোদে ঝলমল করছে সূর্যমুখী ফুল। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র, খাগড়াছড়ি, ১৮ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
৬ / ২৫
বিশাল ঢেউ আছড়ে পড়ছে পাহাড়ের গায়। ঠিক সেই মুহূর্তটির সঙ্গে ছবি ধরে রাখার চেষ্টা। সিডনি, অস্ট্রেলিয়া, ১৮ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৭ / ২৫
খেত থেকে তোলা লাল মুলা সাজিয়ে রাখছেন এক ইরাকি চাষি। বাগদাদ, ইরাক, ১৮ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
৮ / ২৫
বসন্তে ফুটেছে ডালিয়া। যদিও মেক্সিকোর এই ফুলটি সাধারণত শীতকালে ফোটে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট, ১৮ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৯ / ২৫
ভারতের ঝাড়খন্ডে আফিম খেত ধ্বংস করছে ভারতীয় পুলিশ সদস্যরা। খুন্তি, ঝাড়খন্ড, ভারত, ১৮ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
পড়ন্ত বিকেলের সূর্যের আলোতে ফুলজোড় নদের জলে তৈরি হয়েছে অপরূপ দৃশ্য। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: সাজেদুল আলম।
১২ / ২৫
বগুড়ার মহাস্থানগড়ে নবনির্মিত শহীদ মিনার প্রাঙ্গণ রং করা হচ্ছে। মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষেই এই প্রস্তুতি। মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজ এলাকা, বগুড়া, ১৯ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
১৩ / ২৫
শীতকাল পত্রপল্লবশূন্য করে দিয়ে গেছে গাছগুলোকে। তবে আশার কথা হলো, বসন্ত এসে গেছে। নূরপুর বাইপাস এলাকা, পাবনা সদর, ১৯ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৪ / ২৫
খেত থেকে পাকা টমেটো তুলে ঝুড়িতে ভরছেন কৃষকেরা। বিক্রির জন্য এগুলো নেওয়া হবে বাজারে। গড়িয়াইশ, মিরসরাই, চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি। ছবি: ইকবাল হোসেন
২০১৭-২০১৮ অর্থবছরে কুমিল্লার ময়নামতির প্রাসাদ প্রত্নস্থলে খনন করে প্রাপ্ত বিভিন্ন প্রত্নবস্তু। অষ্টম থেকে ১২ শতাব্দীর এই প্রত্নবস্তুগুলোর প্রদর্শনীর আয়োজন করা হয় সোমবার। ময়নামতি, বুড়িচং, কুমিল্লা, ১৯ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক
খাগড়াছড়ির চেঙ্গী নদীর পাড়ের ফসলি জমিতে চলছে তামাক চাষ। অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় অনেকেই ঝুঁকছেন তামাক চাষে। জামতলী, খাগড়াছড়ি সদর, ১৯ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
২৫ / ২৫
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে মাটি ও কলাগাছ দিয়ে প্রতীকী শহীদ মিনার তৈরি করছে শিক্ষার্থীরা। বরিশালের দক্ষিণ ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীদের এ উদ্যোগ। বাবুগঞ্জ, বরিশাল, ১৯ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান