ফুলগাছে পানি দিই
ফুলকে মনে করা হয় পবিত্রতা, শুদ্ধতা, সুন্দর ও স্বচ্ছতার প্রতীক। বাহারি রং, বৈচিত্র্যময় আকৃতি কিংবা মন কাড়া সুগন্ধ, সব মিলিয়েই ফুল পেয়েছে এমন স্বীকৃতি। যা কিছু সুন্দর, তাতেই রয়েছে ফুলের অপরিহার্য ব্যবহার। সৌন্দর্য প্রকাশে ফুল দিয়ে কত উপমাও দিয়ে থাকি আমরা। ফুলের মতো পবিত্র চরিত্র, ফুলের মতো স্নিগ্ধ হৃদয়, ফুলের মতো রূপ; এমন কত কী!
ফুলের প্রশংসায় অনেক কথাই হলো। কিন্তু কেন ফুল নিয়ে এত কথকতা? আজ ৩০ মে, ফুলগাছে পানি দেওয়া দিবস। বিচিত্র এই দিনটির যাত্রা শুরু কবে, কীভাবে, সে তথ্যসূত্র অবশ্য যথাযথভাবে জানা যায় না। নাই–বা জানা গেল, ফুলগাছের পরিচর্যায় তথ্যসূত্র জানতেই হবে এমন তো কোনো কথা নেই। করোনাকালের এই আবদ্ধ দিনে ফুলগাছের যত্ন নিয়েই দিনমান কাটুক না হয়! যাঁদের বাড়ির আঙিনায়, ছাদে, ঝুল বারান্দায় ফুলের গাছ আছে, যথাযথ পরিচর্যা নিন। পরিমাণমতো পানি দিয়ে আরও সতেজ, আরও স্নিগ্ধ করে তুলুন আপনার গাছগুলোকে।
সূত্র: ডেজ অব দ্য ইয়ার