অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গার তীরে সূত্রাপুর থানাধীন শ্যামবাজার ও লালকুঠি এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গতকাল বুধবার একটি অভিযান চালানো হয়। এটি পরিচালনা করেন বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দরের উপপরিচালক সাইফুল ইসলাম। অভিযানে ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সাইফুল ইসলাম জানান, নদীতীরে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।