নিউইয়র্কে করোনায় বাংলাদেশির মৃত্যু
নিউইয়র্কের ব্রংসে বাংলাদেশি ব্যবসায়ী গিয়াস উদ্দীন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার ভোর রাতের দিকে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) করেন।
গিয়াস উদ্দীনের ছেলে আমিন উদ্দীন, কমিউনিটি নেতা আলমাস আলী, বিএনপি নেতা ইমরান শাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গিয়াস উদ্দীনের বয়স হয়েছিল ৬২ বছর।
গিয়াস উদ্দীন নিউইয়র্কের কমিউনিটিতে জনপ্রিয় ছিলেন।
গিয়াস উদ্দীন ছাতক সমিতির সাবেক সভাপতি, স্টারলিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাবাজার জামে মসজিদের সভাপতি, এ এ ডাবল ডিসকাউন্ট–সহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
গিয়াস উদ্দীন ১০ এপ্রিল রাত ২টা ১৫ মিনিটে ব্রংসের আইনস্টাইন হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।
গিয়াস উদ্দীনের বাড়ি সিলেটের ছাতকে।
৩৮ বছর ধরে প্রবাসে ছিলেন গিয়াস উদ্দীন। ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ থেকে পাড়ি জমান ইরানে। সেখান থেকে জার্মানিতে। তারপর ১৯৮২ সালে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হন।
প্রবাসে ৩৮ বছর পূর্তি উপলক্ষে গত ২৬ জানুয়ারিতে ব্রংসে বাংলাদেশ আমেরিকান স্টাডি সেন্টার বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ সিনিয়র, সাবেক অ্যাসেম্বলিম্যান এরিক স্টিভেনসনসহ কমিউনিটির বিশিষ্টজনেরা ছিলেন। কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য তাঁকে ক্রেস্ট, প্রক্লেমেশান প্রদান করে সম্মানিত করা হয়।
মার্চের শেষের দিকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।