নিউইয়র্কে করোনাকবলিত এলাকায় সেনা
নিউইয়র্কেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। নিউইয়র্ক সিটির উত্তরের একটি শহরের প্রায় এক মাইল এলাকাকে (১.৬ কিলোমিটার) ‘সংক্রমণ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছেন সেখানকার গভর্নর অ্যান্ড্রু কোয়োমো। তাঁর মতে, যুক্তরাষ্ট্রে ছড়ানো করোনাভাইরাসের ক্ষেত্রে নিউ রোশেল অঞ্চলটিই সবচেয়ে বড় এলাকাজুড়ে সংক্রমণের ঘটনা হিসেবে দেখছেন তিনি।
এ শহরের স্কুলগুলো পরিষ্কার করার পাশাপাশি কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণের আশঙ্কায় পৃথক রাখা) থাকা ব্যক্তিদের খাবার সরবরাহে ন্যাশনাল গার্ডের সেনাদের ব্যবহার করা হবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এর মধ্যে ইতালিতে মৃত মানুষের সংখ্যা ৬৩১–এ পৌঁছেছে। পুরো দেশ অবরুদ্ধ, অচল। শুধু এক দিনে দেশটিতে ১৬৮ জনের মৃত্যু ঘটেছে, যা দেশটিতে করোনাভাইরাসে এক দিনে সর্বোচ্চ মারা যাওয়ার ঘটনা।
চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা যাওয়ার ঘটনা ঘটেছে ইতালিতে। তবে গতকাল সোমবার দেশটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা কমেছে। কাল দেশটিতে ১৯ জন আক্রান্ত হয়েছিল।
চীনে গত ডিসেম্বরে করোনাভাইরাস ছড়ানোর পর থেকে এখন পর্যন্ত ৮০ হাজার ৭৫৪ জন আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। দেশটিতে মারা গেছে ৩ হাজার ১৩৬ জন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ১৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ওয়েস্টচেস্টার কাউন্টিতে আক্রান্ত মানুষের সংখ্যা ১০৮। এখানেই রোশেল অবস্থিত। রোশেল থেকে ২৫ মাইল দূরে অবস্থিত নিউইয়র্ক সিটিতে ৮০ লাখ মানুষের মধ্যে এখন পর্যন্ত ৩৬ জনকে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
কোয়োমো বলেন, নিউ রোশেল এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না। তবে সেখানে বড় আকারের জমায়েত বন্ধ থাকবে। ভাইরাস সংক্রমণ ঘটা এলাকায় দুই সপ্তাহ পর্যন্ত স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠানসহ জমায়েতের বিভিন্ন জায়গা বন্ধ থাকবে। স্থানীয় হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার সুবিধা থাকবে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় বলা হচ্ছে, নিউ রোশেলে একটি সাইনাগগ থেকে করোনার সংক্রমণ ঘটে।
অর্থনীতিবিদেরা বলছেন, করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এক দশকের মধ্যে বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। এ ঝুঁকি সীমিত করার বিষয়টি যথাযথ ব্যবস্থা নেওয়ার ওপর নির্ভর করছে।