জুয়ানার বর্ষবরণ উদ্যাপিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা) বাংলা বর্ষবরণ উদ্যাপন করেছে।
২১ এপ্রিল নিউজার্সির ক্যান্ডেল পার্কে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি ছাড়াও, আশপাশের শহর থেকেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা পরিবার নিয়ে ছুটে আসেন শেকড়ের টানে। এ যেন ব্যস্ত প্রবাস বেলায় একদিনের জন্য ফিরে পাওয়া স্মৃতিময় রঙিন ক্যাম্পাস জীবন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুয়ানার সভাপতি রিয়াজুল কাদির জহির। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেহেরুন নাহার মাজেদা। উপস্থিত ছিলেন জুয়ানার প্রধান নির্বাচন কমিশনার গোলাম সারোয়ার হায়দার, সাবেক সভাপতি রানা রায়হান, সাবেক সভাপতি মোজাম্মেল হক দুলাল, সাবেক সভাপতি নাহিদ রায়হান লিখন, ফরিদ আহমেদ, মো. মনিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নূরজাহান বেগম মেঘনা, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন, নূর এম মিয়াজী কালাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সংগঠনের সহসভাপতি সৈয়দ রাশেদ আল জুনায়েদ জাফরী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, প্রচার সম্পাদক মাজহারুল হক মিরন, আবুল কালাম আজাদ, ফরিদ আহমেদ, হেলেন ফরিদ, মুকিম হোসেন, মো. রাশেদুল হক টিটু, বিশ্বজিৎ সাহা, বগবতী কর্মকার, আজিজুল বারী তিতাস, মিশু, মাহফুজ আহমেদ, জোয়েব হাসান ন্যাট, হাসনা হেনা বুলি, সাবিনা ইয়াসমিন বেবী, ফেরদৌসী আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের জুবায়ের বাবু। দুপুরে খাবারের পরই শুরু হয় আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন উদ্যাপন কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। এরপর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল চারটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান একটানা রাত আটটা পর্যন্ত চলে। গানের ফাঁকে ছিল বাঙালি ঐতিহ্যের হরেক রকম খাবার।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জাবি অ্যালামনাই সাবিনা ইয়াসমিন বেবী, জোয়েব হাসান ন্যাট, বগবতী কর্মকার, অতিথি শিল্পী জাফর আহমেদ, মুক্তি রহমান।
দেশীয় ঘরানার খাবারে অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়। সভাপতি রিয়াজুল কাদির জহির ও সাধারণ সম্পাদক মেহেরুন নাহার মাজেদা ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
নির্বাচন কমিশন গঠন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার নির্বাচন কমিশন-২০১৯ গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন গোলাম সারোয়ার হায়দার। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন—রানা রায়হান, মোজাম্মেল হক দুলাল, মশিউর রহমান কামাল, মো. মনিরুল ইসলাম।