এবার ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করেছেন। আগামী বছর ফেব্রুয়ারির শেষে তিনি সরে দাঁড়াবেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ম্যাটিস আর তাঁর প্রশাসনে থাকছেন না।
ট্রাম্প জানান, ফেব্রুয়ারির শেষে ম্যাটিস চলে যাচ্ছেন।
মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়, ম্যাটিসের পদত্যাগের মূলে রয়েছে ট্রাম্পের সঙ্গে তাঁর মতভেদ।
সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার এক দিন পরেই ম্যাটিসের পদত্যাগের সিদ্ধান্ত এল।
ম্যাটিসের স্থলে কাকে নিয়োগ দেওয়া হবে, তা এখনো জানাননি ট্রাম্প।
তবে ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই কাউকে ম্যাটিসের স্থলে নিয়োগ দেওয়া হবে।
ম্যাটিস পদত্যাগ করলেও তাঁর প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, কাজের ক্ষেত্রে তাঁকে দারুণ সাহায্য করেছেন ম্যাটিস।
নিজের পদত্যাগপত্রে ম্যাটিস লিখেছেন, বিভিন্ন বিষয়ে যার দৃষ্টিভঙ্গি তাঁর (ট্রাম্প) সঙ্গে খুব ভালো যায়, তাঁকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করার অধিকার তাঁর (ট্রাম্প) আছে।
ম্যাটিস বলেন, ‘আমি মনে করি, আমার জন্য সরে যাওয়াটাই ঠিক হবে।’