শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জন্মোৎসব পালিত
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান ও বিশিষ্ট শিল্পী শুভ্রা গোস্বামীর গলায় ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’ জাতীয় সংগীতের মধ্যে দিয়ে প্রবাসে এই প্রথমবারের মতো ধীরেন্দ্রনাথ দত্ত জন্মোৎসব পালিত হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ২ নভেম্বর সন্ধ্যায় এ উৎসবের আয়োজন করে সম্প্রতি গঠিত ধীরেন্দ্রনাথ দত্ত পরিষদ, ইউএসএ। শিল্পীদের সঙ্গে দাড়িঁয়ে সব দর্শক জাতীয় সংগীত গেয়েছেন।
এর পরেই শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বালন করে উপস্থিত সবাই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সংগঠনের সভাপতি শিতাংশু গুহের সভাপতিত্বে অনুষ্ঠানটি গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। ধীরেন্দ্রনাথ দত্তের ১৩২তম জন্মদিনের এ অনুষ্ঠানটি পরিকল্পনা করেন গোপাল স্যান্যাল।
শিতাংশু গুহ তাঁর বক্তব্যে বলেন, আজ একটি ঐতিহাসিক ঘটনার জন্ম হলো, প্রবাসে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জন্মোৎসব পালন করে আপনারা সবাই একটি ইতিহাসের অংশীদার ও সাক্ষী হয়ে থাকলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ২১ এপ্রিল জুইস সেন্টারে প্রথম ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত’ স্মারক বক্তৃতা হবে। তিনি বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, তাঁকে একুশে পদক দেওয়া উচিত।
এরপর ঢাকা থেকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি এরোমা দত্তের শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনান মাথিউস বাবুল রোজারিও।
সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি আবৃত্তি করেন বাচিক শিল্পী গোপন সাহা। এ সময় ‘বীণে স্বদেশি ভাষা মিটে কি আশা’ গানটি পরিবেশন করেন শুভ্রা গোস্বামী। শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ওপর একটি প্রভাষণ পাঠ করেন মিথুন আহমদ। ওবায়েদুল্লাহ মামুন এরপর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ঠিক কি প্রস্তাবটি পাকিস্তান গণপরিষদে তুলেছিলেন তা পাঠ করে শোনান। তাঁদের দুজনের এই পরিবেশনা ছিল চমৎকার। শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো তাঁদের পাঠ করা শোনেন।
সবশেষে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ সমাপনী ভাষণ দেন। তিনি অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তসহ সব শহীদের স্মৃতিতে দাঁড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। হলভর্তি মানুষ পুরো অনুষ্ঠানটির ব্যাপক প্রশংসা করেন। এক ঘণ্টা ব্যাপী এ অনুষ্ঠান ছিল পরিকল্পিত ও পরিচ্ছন্ন ।
অনেকে মন্তব্য করেন, অনেক দিন পর নিউইয়র্কে একটি সুন্দর অনুষ্ঠান দেখলাম। বেলাল বেগ, ফজলুর রহমান, নিনি ওয়াহেদ, রেজাউল বারী, বিশ্বজিৎ সাহা, মুজাহিদ আনসারি, প্রতিপ দাশগুপ্ত, সৈয়দ জাকির আহমেদ রনি, বিভাস মল্লিক, প্রদীপ সাহা, মিনহাজ পারভেজ, মনিকা রায়, নাসরিন চৌধুরী, ও অন্যরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানটির প্রশংসা করেন।