বগুড়া ফটোগ্রাফি ক্লাব ১৬৪ পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে
বগুড়া ফটোগ্রাফি ক্লাব নানা দুর্যোগে দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে সব সময়। এরই ধারাবাহিকতায় দেশের এই ক্রান্তিলগ্নে বগুড়া ফটোগ্রাফি ক্লাবের পক্ষ থেকে অসহায় ১৬৪ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বগুড়া ফটোগ্রাফি ক্লাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অসহায় ১৬৪ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ১ টি লাউ, ২ লিটার তেল, ১টি সাবান দেওয়া হয়েছে পরিবারগুলোকে। ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে বগুড়া ফটোগ্রাফি ক্লাব জানিয়েছে।