সন্ধানী: ৪৩ বছরের একটি আন্দোলন

সন্ধানীতে স্বেচ্ছায় রক্তদান করছেন একজন পুলিশ সদস্য। ছবি: সন্ধানীর সৌজন্য
সন্ধানীতে স্বেচ্ছায় রক্তদান করছেন একজন পুলিশ সদস্য। ছবি: সন্ধানীর সৌজন্য

৫ ফেব্রুয়ারি মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী জাতীয় প্রতিষ্ঠান ‘সন্ধানী’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানকে সামাজিক আন্দোলনে রূপদান করা স্বাধীনতা পদকপ্রাপ্ত একমাত্র ছাত্রসংগঠন সন্ধানী। দেশব্যাপী সন্ধানীর ২৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজ ইউনিট ও ৯টি ডোনার ক্লাব নিরলস কাজ করে চাচ্ছে হাসপাতালের চাহিদামাফিক প্রতি ব্যাগ রক্ত সরবরাহ করার। ৪৩ বছরের পথচলার গল্পই শোনাব।

স্বেচ্ছায় রক্তদান—একটি সামাজিক আন্দোলন
১৯৭৭ সালে হঠাৎ একদিন ঢাকা মেডিকেল কলেজের এক বন্ধু সন্ধানীর সদস্যদের কাছে ছুটে এসে বললেন, ‘বাবার অপারেশন করতে হবে, জরুরি ভিত্তিতে রক্ত প্রয়োজন।’ পেশাদার রক্তদাতাদের অনিরাপদ রক্ত গ্রহণের ভয়ে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিলেন নিজেরাই রক্ত দেবেন। এর ফলে ২ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের অধ্যাপক ডা. আবদুল কাদেরের সহায়তায় বাংলাদেশের প্রথম ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’র আয়োজন করে সন্ধানী। সন্ধানীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ইদ্রিস আলী মঞ্জু সবার আগে রক্তদান করেন। মেয়েদের রক্তদান কার্যক্রমে যুক্ত করতে প্রথম রক্ত দিলেন তৃতীয় বর্ষের ছাত্রী হোসনে আরা লাকী। সবার সহযোগিতায় ঐতিহাসিক ওই দিনে ২৭ ব্যাগ রক্ত সংগ্রহ করা হলো। এই মহতী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এবং স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপদানের লক্ষ্যে ১৯৯৫ সালে দিনটিকেই ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ হিসেবে প্রতিবছর সরকারিভাবে পালন করার ঘোষণা দেয় সরকার।

অন্যান্য মেডিকেল কলেজের আড্ডায়, বন্ধুদের চায়ের দোকানের আলাপে সন্ধানীর কার্যক্রমের গল্প ছড়িয়ে পড়ল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো ছাত্রছাত্রীর মধ্যে রক্তদান কর্মসূচিকে ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের সহযোগিতায় ১৯৭৯ সালের ১৭ জানুয়ারি অপরাজেয় বাংলার পাদদেশে দ্বিতীয় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা মেডিকেলের চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক হারুন উর রশিদ কর্মসূচিতে স্বেচ্ছায় অংশ নিয়ে রক্তদানে কোনো ভয় নেই—এই বিশ্বাস প্রতিষ্ঠা করলেন। আরও অনেকের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদও রক্ত দিলেন সেদিন। শহীদ মিনার, বইমেলা, সোহরাওয়ার্দী উদ্যানের গণজমায়েতে রক্তের গ্রুপ নির্ণয় ও উন্মুক্ত রক্তদান কর্মসূচির মাধ্যমে প্রথম বছরে সন্ধানী ২০৭ ব্যাগ রক্ত সংগ্রহ করেছিল। বর্তমানে সন্ধানীর ২৫টি মেডিকেল কলেজ ইউনিট ও ৯টি ডোনার ক্লাবের মাধ্যমে বছরে ১ লাখ ৫০ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি রোগী কল্যাণ সম্পাদক মাসুম বিল্লাহ জানান কীভাবে রক্ত সংগ্রহ করে সন্ধানী। তিনি বলেন, ‘আমরা মেডিকেল কলেজগুলো ও বিভিন্ন দিবসে সাধারণ মানুষের মধ্যে নিয়মিত রক্তদান ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আয়োজন করি। রোগীর কোনো সুস্থ আত্মীয় অন্যের প্রয়োজনে সন্ধানীতে রক্তে দেবেন—এই বিনিময় পদ্ধতিতে আমরা রক্ত সরবরাহ করি। তবে জরুরি প্রয়োজনে যেকোনো সময়, যেকোনো হাসপাতালে গরিব ও অসহায় রোগীদের জন্য আমরা রক্ত সংগ্রহ করে দিই। গরিব রোগীদের জন্য সন্ধানী বছরে গড়ে ২০ হাজার ব্যাগ রক্ত বিনা শর্তে সরবরাহ করে। রক্তদানের মাধ্যমে শরীরে এইডস, ম্যালেরিয়া, সিফিলিস, হেপাটাইটিস বি ও সি-সহ সংক্রামক ও ঘাতক ব্যাধি রয়েছে কি না, তা বিনা খরচে জানা যায়।’

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। ছবি: সন্ধানীর সৌজন্য
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। ছবি: সন্ধানীর সৌজন্য

কীভাবে রোগীর কাছে রক্ত পৌঁছায়, সে সম্পর্কে কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি-২ নুরুল নবী আরাফাত বলেন, ‘আমাদের ইউনিটগুলোর মাধ্যমে প্রতিটি হাসপাতালে জরুরি রক্তের প্রয়োজনে যোগাযোগের জন্য মোবাইল নম্বরের তালিকা টাঙিয়ে দেওয়া হয়, এমনকি ওয়ার্ডগুলোতেও রক্তের প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা থাকে। তা ছাড়া প্রতিটি মেডিকেলের প্রতিটি ব্যাচের ছাত্রছাত্রীদের মধ্যে সম্ভাব্য রক্তদাতার নাম, রক্তের গ্রুপ ও ফোন নম্বরের তালিকা করা হয়। হঠাৎ রক্তের প্রয়োজনে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়।’ তিনি আরও বলেন, ‘যেকোনো সুস্থ মানুষ চার মাস পরপর রক্ত দিতে পারেন। সন্ধানীর কোনো কর্মসূচিতে কেউ রক্ত দিলেই তাঁকে ‘ডোনার কার্ড’ দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে তিনি সন্ধানীর যেকোনো ইউনিট থেকে যেকোনো সময়, স্বজনের জীবন বাঁচাতে যতবার প্রয়োজন রক্ত সংগ্রহ করতে পারেন।’

সম্প্রতি জাতীয়ভাবে যাত্রা শুরু করা সন্ধানী কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন কেন্দ্র সম্পর্কে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ডা. শাহপরান ইসলাম প্রবাল বলেন, ‘মানবতার সাহায্যার্থে প্রতিষ্ঠার পর থেকে একটা কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপনের তাগিদ অনুভব করে আসছিল সন্ধানীয়ানরা। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধানীকে ব্লাডব্যাংক ও চক্ষুব্যাংক স্থাপনের জন্য নীলক্ষেতে জমি দান করেন। বিভিন্ন প্রতিকূলতা পাড়ি দিয়ে অবশেষে কেন্দ্রীয় পরিষদের চারটি সেশনের সন্ধানীয়ানদের পরিশ্রমের মাধ্যমে ২০১৭ সালের ১৬ এপ্রিল বর্তমান শিক্ষামন্ত্রী দীপু মনি উদ্বোধন করেন সন্ধানী কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন কেন্দ্র। একই দিনে সন্ধানী কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের লাইসেন্সের কাগজ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় পরিষদ, সেশন ২০১৭-১৮–এর হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে নীলক্ষেত বাবুপুরা রোডের সন্ধানী ভবনের দ্বিতীয় তলা থেকে ঢাকাব্যাপী রক্ত সংগ্রহ, রক্ত সরবরাহ এবং স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের আয়োজন করছে সন্ধানী কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন কেন্দ্র।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি
মরণোত্তর চক্ষুদান আন্দোলনের প্রাণপুরুষ শ্রীলঙ্কার ডা. হাডসন ডি সিলভা ১৯৮৪ সালের ২৫ নভেম্বর বাংলাদেশে এসেছিলেন একজোড়া কর্নিয়া নিয়ে। রংপুরের অন্ধ কিশোরী টুনটুনির দুই চোখে সেগুলো স্থাপনের মাধ্যমে বাংলাদেশে কর্নিয়াজনিত অন্ধত্ব দূরীকরণ লক্ষ্যে জন্ম হয়েছিল ‘সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি’র।

কর্ণিয়া সংগ্রহ বিষয়ক প্রশিক্ষণ নিচ্ছেন সন্ধানীর সদস্যরা। ছবি: সন্ধানীর সৌজন্য
কর্ণিয়া সংগ্রহ বিষয়ক প্রশিক্ষণ নিচ্ছেন সন্ধানীর সদস্যরা। ছবি: সন্ধানীর সৌজন্য

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত আমরা সাড়ে চার হাজারের অধিক কর্নিয়া সংগ্রহ করে ৩ হাজার ৮০০ জনের অধিক মানুষের চোখে আলো ফিরিয়ে দিয়েছি।’ সমিতির মহাসচিব ডা. মো. জয়নাল ইসলাম বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে দেশে বছরে গড়ে ১৪ লাখের বেশি মানুষ কর্নিয়া অস্বচ্ছ হয়ে অন্ধ হয়ে যায়। অন্ধত্বের হার কমাতে ও নানা দেশে মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ করতে সরকার, সন্ধানী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।’ তিনি জানান, ১৯৮৪ সাল থেকে মরণোত্তর চক্ষুদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁরা ‘অঙ্গীকারপত্র’ সংগ্রহ করছেন। সন্ধানীর এ পর্যন্ত পাওয়া কর্নিয়ার মধ্যে ১২০ জোড়া মরণোত্তর অঙ্গীকারে এবং ৫০টি অনুরোধের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

মরণোত্তর চক্ষুদান পদ্ধতি সম্পর্কে সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী জামাল জানান, সংক্রামক রোগ নেই—এমন যেকোনো সুস্থ মানুষই মৃত্যুর পর চোখ দান করতে পারেন। সে জন্য তাঁকে সমিতির অঙ্গীকারপত্র পূরণ করলেই হবে। সন্ধানীর সব মেডিকেল ইউনিট, ডোনার ক্লাব ও সমিতির ১১টি আঞ্চলিক কেন্দ্রে অঙ্গীকারপত্র পাওয়া যায়। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ওয়েবসাইট (www.snedsbd.org) থেকে অনলাইনে অঙ্গীকারপত্র পূরণ করে প্রবাসী বাংলাদেশিরাও চোখ দান করতে পারেন। তবে পরে যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য অঙ্গীকারপত্রে তাঁর পরিবারের দুই সদস্যের ও পরিচিত দুই সাক্ষীর স্বাক্ষর প্রয়োজন হয়। অঙ্গীকারবদ্ধ মানুষের মৃত্যুর ছয় ঘণ্টার মধ্যে সন্ধানীর চিকিৎসক ও শিক্ষার্থী সদস্যরা কর্নিয়া সংগ্রহ করেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব আই ব্যাংকসের সহায়তায় প্রতিবছর বিভিন্ন মেডিকেল কলেজে ১৫০০ শিক্ষার্থী, চিকিৎসক, রোটারিয়ান ও স্বেচ্ছাসেবককে কর্নিয়া সংগ্রহ, সংরক্ষণ ও প্রতিস্থাপন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

বিনা মূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান
কেন্দ্রীয় পরিষদের ড্রাগ ব্যাংক সম্পাদক আনিকা ইবনাত জানান, হাসপাতালে আগত যেসব রোগী টাকার অভাবে ওষুধ কিনতে পারেন না, তাঁদের পাশে দাঁড়ায় সন্ধানী ড্রাগ ব্যাংক। মেডিকেল কলেজের অধ্যাপক, সাধারণ চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার, ইনডোর মেডিকেল অফিসার, সিভিল সার্জনের ‘দুর্যোগ ফান্ড’ ও মেডিকেলের অধ্যক্ষের কাছে ‘ওষুধ চাহিদাপত্র’ শিরোনামে আবেদনের মাধ্যমে, হেলথ ক্যাম্পের জন্য পাওয়া বাড়তি ওষুধ সংরক্ষণ করে গড়ে তোলা হয় ড্রাগব্যাংক। জরুরি প্রয়োজনে সন্ধানীর টাকায়ও ওষুধ কেনা হয়। গত বছর ২৪টি মেডিকেল ইউনিটের মাধ্যমে ড্রাগব্যাংক সারা দেশে ১৫ হাজার ৯৫০ জন রোগীকে ২১ লাখ ১৮ হাজার টাকার জীবন রক্ষাকারী ও সাধারণ ওষুধ প্রদান করেছে।

সন্ধানীর বিনামূল্যে ওষুধ বিতরণ। ছবি: সন্ধানীর সৌজন্য
সন্ধানীর বিনামূল্যে ওষুধ বিতরণ। ছবি: সন্ধানীর সৌজন্য

জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, ভয়াবহ রোগের প্রাদুর্ভাব—যেকোনো দুর্যোগে সন্ধানীর সব ইউনিট ও অঙ্গপ্রতিষ্ঠান মানবতার সেবায় ঝাঁপিয়ে পড়ে। কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান বলেন, বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমের ফলে ১৯৯৫ সালে যুবসমাজকে মানবকল্যাণে সম্পৃক্ত করার অবদানের স্বীকৃতি হিসেবে এশিয়ার একমাত্র সংগঠন সন্ধানী ‘কমনওয়েলথ ইয়ুথ সার্ভিস অ্যাওয়ার্ড’ লাভ করেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক সংগঠন রয়েছে যাদের বয়স বাড়লেও যোগ্য কাজের অভাবে সরকারি অনুমোদন পায়নি। অন্যদিকে সন্ধানীকে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান হিসেবে সরকার ১৯৯৩ সালেই স্বীকৃতি দেয়। ১৯৯৫ সালে পেয়েছে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের অনুমোদন। ২০০৪ সালে সমাজসেবায় বাংলাদেশের প্রথম ও একমাত্র সংগঠন হিসেবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’ পেয়েছে সন্ধানী।

সন্ধানীর অন্যান্য কার্যক্রম
রক্তদান, ড্রাগব্যাংক, মরণোত্তর চক্ষুদান, হেলথ ক্যাম্পের পাশাপাশি দেশজুড়ে বছরব্যাপী বহু কাজে সন্ধানী জড়িয়ে আছে। এগুলোর মধ্যে রয়েছে মেধাবৃত্তি প্রদান, রক্তের গ্রুপ নির্ণয়, রোজায় ইফতারি বিতরণ, ঈদসামগ্রী ও ঈদের পোশাক, শীতবস্ত্র বিতরণ ইত্যাদি।

সন্ধানী শিক্ষাবৃত্তি প্রসঙ্গে সন্ধানী কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকিব মাহমুদ জানান, বর্তমানে সন্ধানীর ইউনিটগুলোয় গরিব–অসহায় শিক্ষার্থীদের জন্য মোট ৩০টি শিক্ষাবৃত্তি দেওয়া হয়। বছরে দুই শতাধিক ছাত্রছাত্রী লেখাপড়ার এই সহায়তা পাচ্ছেন।

কেন্দ্রীয় পরিষদের ডোনার ক্লাব ও সমাজকল্যাণ সম্পাদক সালমা হুসাইন বলেন, প্রতি শীতে সন্ধানী ইউনিটগুলোর মাধ্যমে পাঁচ হাজারের বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সাহায্য তহবিল গঠন সম্পর্কে তানভীর হাসান ইকবাল জানালেন, শীতের শুরুতে সন্ধানী মেডিকেল ও ডেন্টাল ইউনিটের মাধ্যমে ছাত্রছাত্রী ও শিক্ষকদের কাছে শীতবস্ত্র দানের জন্য আবেদন করা হয়। পরে সেই ইউনিট ও কাছাকাছি আরও কয়েকটি ইউনিট মিলে দেশের প্রত্যন্ত শীতার্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করে। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক রাকিব আহমেদ জানান, গত দুই বছর তাঁদের ইউনিট দুই রমজানে ১৫০টি বস্তির পরিবারে ইফতারি ও ঈদসামগ্রী উপহার দিয়েছে এবং ২৫০টি এতিম শিশুকে কিনে দিয়েছে ঈদের পোশাক।

‘রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি’ সম্পর্কে কেন্দ্রীয় পরিষদের শিক্ষা, গবেষণা ও পরিসংখ্যান সম্পাদক রাকিব হোসেন বলেন, ‘প্রতিবছর আমরা গড়ে ১৫০টি স্কুল-কলেজে রক্তের গ্রুপ নির্ণয় করে শিক্ষার্থীদের সুস্থ থাকার জন্য উৎসাহিত করি, রক্তদানে আগ্রহী করি। এ ছাড়া সারা বছর ধরে শহীদ মিনারসহ ঐতিহাসিক স্থানে, জাতীয় দিবসে গণজমায়েত স্থলে গড়ে ১০০টি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম করি। তা ছাড়া স্কুল-কলেজে যোগাযোগ করে বা কর্তৃপক্ষের আমন্ত্রণে সপ্তাহব্যাপী হেপাটাইটিস বি, জরায়ুমুখে ক্যানসারের মতো ঘাতকব্যাধি প্রতিরোধে টিকাদান ও সচেতনতা কার্যক্রম করি।’


৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী
সন্ধানীর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিটের কার্যক্রম তুলে ধরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মির্জা মিনহাজুল ইসলাম বলেন, সন্ধানীর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের পাশাপাশি দেশব্যাপী ২৫টি ইউনিট বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা, সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদান, দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও রক্তদান কর্মসূচি, ভ্যাকসিনেশন কর্মসূচি, বিনা মূল্যের রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিনা মূল্যে হেলথ ক্যাম্প, দেয়ালিকা প্রকাশ, শুভেচ্ছা কার্ড বিতরণ, মরণোত্তর চক্ষুদান ও স্বাস্থ্যসচেতনতা–বিষয়ক লিফলেট বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করবে সন্ধানীর সব ইউনিট।

বিভিন্ন স্কুল-কলেজে সন্ধানীর রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান। ছবি: সন্ধানীর সৌজন্য
বিভিন্ন স্কুল-কলেজে সন্ধানীর রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান। ছবি: সন্ধানীর সৌজন্য

সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি তানভীর হাসান ইকবাল বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ধানী এ দেশের অসহায়–বঞ্চিত মানুষের সহায়তা করার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। যখন সন্ধানীর দেওয়া এক ব্যাগ রক্তে কোনো জীবন পৃথিবীতে আলোর মুখ দেখে অথবা কোনো জীবন মৃত্যুর থাবা থেকে ফিরে আসে, তখন সেই ভালো লাগার মুহূর্ত কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয়। এই ভালোবাসার ভাগীদার প্রতিজন সন্ধানীয়ান। আমাদের প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে প্রত্যেক সন্ধানীয়ানের নিরলস প্রচেষ্টা এবং আন্তরিক আত্মত্যাগ। প্রতিষ্ঠাবার্ষিকীতে সন্ধানীর কর্মপরিধি আরও বৃদ্ধির পাশাপাশি আর্তমানবতার সেবাধর্মকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলনকে সমুন্নত রেখে “রক্ত দিন, জীবন বাঁচান” স্লোগান এগিয়ে নেওয়ার শপথ থাকবে প্রত্যেক সন্ধানীয়ানের।


লেখক: উপদেষ্টা, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ, সন্ধানী গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট