ইউল্যাবে প্লাস্টিক ইনস্টলেশন আর্ট
নীল প্লাস্টিকে ঘেরা একটি পথ। সেই পথ দিয়ে গেলে মনে হবে নীল আকাশের ছোট একটি শহরে হাঁটছি। কিন্তু এই নীল আকাশের শহরের ভেতরে ঢুকলে মনে হবে ভেসে থাকা এক প্লাস্টিকের শহরে চলে এসেছি। শহরে হাঁটতে গেলে শরীরে বোতলের স্পর্শে জানান দেয় আমাদের পৃথিবী আজ প্লাস্টিকে জরাজীর্ণ।
এতক্ষণ যে শহরের গল্প বলছিলাম, তা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীদের তৈরি করা ‘ইনস্টলেশন আর্ট’। শিক্ষার্থীদের তৈরি করা ইনস্টলেশন আর্টের ভেতরে ঢুকলে তুলে ধরা মূল বিষয়বস্তু অনুভব করা গিয়েছিল। আমাদের এই পৃথিবী প্লাস্টিকের স্তূপে পরিণত হচ্ছে—ইনস্টলেশন আর্টের মাধ্যমে সেটাই বোঝানো হয়।
ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের প্রতি সেমিস্টারের মতো এবারেও নিয়মিত আয়োজন কারিকুলাম ইন্টিগ্রেশন ফল ২০১৯ এক্সিবিশন প্রথমবারের মতো মোহাম্মদপুর অবস্থিত ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এবারের কারিকুলাম ইন্টিগ্রেশন ফলের থিম নির্ধারিত হয় ‘কন্ডিশনিং’। ৪ ও ৫ জানুয়ারি এক্সিবিশনে প্রদর্শিত কাজটি থিমের সঙ্গে মিল রেখেই শিক্ষার্থীদের দ্বারা এক ভিন্ন রকম ইনস্টলেশন আর্ট তৈরি করা হয়েছিল।
এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান শিপুর নেওয়া ‘কমিউনিকেশন কনভারজেন্স’ কোর্স থেকে এক্সিবিশনে অংশগ্রহণ করে ‘টিম মিডিয়া’ নামক ৭ জনের আমাদের দলটি। দলটি ‘পলিথিন ফিউচার’ শীর্ষকে তুলে ধরে একটি ইনস্টলেশন আর্ট। ইউল্যাব পারমানেন্ট ক্যাম্পাসের মধ্যে আউটডোরে এ ইনস্টলেশন আর্ট তৈরি করা হয়েছিল।
বিশালাকার প্লাস্টিকের যাতায়াতের মতো ঘর বানিয়ে এর ভেতরে প্লাস্টিকের বোতল ঝুলিয়ে সঙ্গে আশপাশে শুকিয়ে পড়া গাছের পাতা ও ডাল দিয়ে গড়ে তোলা হয় এই ইনস্টলেশন আর্ট। পৃথিবীর প্রাণিকুল ধ্বংস হচ্ছে প্লাস্টিকের ব্যবহারে। মাছেরও মৃত্যু হচ্ছে প্লাস্টিক খেয়ে।
পৃথিবীতে প্লাস্টিক ব্যবহার দিনকে দিন বেড়েই চলছে। দূষিত হচ্ছে সমুদ্র-পাহাড়সহ অন্যান্য স্থান। ফলে ভবিষ্যৎ জীবন আমাদের অনেকটাই অনিশ্চিত ও সংকটময়। আমাদের ব্যবহার করা প্লাস্টিক বহু বছর টিকে থাকতে পারে। তাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা যে জরুরি, তা আমাদের এ ইনস্টলেশন আর্ট দ্বারাই ফুটিয়ে তোলা হয়। এ রকম ইনস্টলেশন আর্ট তৈরি করতে আমাদের সঙ্গে অবদান রাখেন ইউল্যাবের এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান।
আমাদের দলটি আশা করছে, সচেতনতা নিয়ে অনেকেই ধারণা করতে পারেন তবে সমাধান নিয়ে যেন সবাই চিন্তা করে এবং সেভাবেই প্লাস্টিকের ব্যবহার নিয়ে আসুক অথবা তা ব্যবহার পরিত্যাগ করা হয়।
আমাদের দলের অন্য সদস্যরা হলেন আহনাফ আহমেদ, নওশাদ শুভ, উম্মে হানি, গোপাল বসাক, রাফাতুল ইসলাম ও সমীরণ প্রামাণিক।