চুনারুঘাটের তরুণদের মহৎ উদ্যোগ
স্বেচ্ছাশ্রমের উদ্দেশ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের একদল শিক্ষিত তরুণের উদ্যোগে যাত্রা শুরু করেছে ‘দেওরগাছ এডুকেশনাল ট্রাস্ট’ নামের একটি সংগঠন।
মূলত দেওরগাছ গ্রামের মেধাবী, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক এবং মানসিকভাবে সহযোগিতার উদ্দেশ্যেই সংগঠনটির পথচলা শুরু হয়।
সংগঠনের প্রথম কাজ হিসেবে দেওরগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে পাঠদান শুরু করেন ট্রাস্টের তরুণ শিক্ষার্থীরা। দীর্ঘ দুই মাস বিনা মূল্যে পাঠদান শেষে পরীক্ষার্থীদের অংশগ্রহণে মডেল টেস্টের আয়োজন করা হয়। মডেল টেস্টে উত্তীর্ণ সেরা ১০ শিক্ষার্থীকে সংগঠনটির পক্ষ থেকে গত সোমবার (১১ নভেম্বর) পুরস্কৃত করা হয়। এ ছাড়া বাকি শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী রানী দেব রায় উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি গ্রামের যারা মেধাবী, কিন্তু অসচ্ছল শিক্ষার্থী রয়েছে, তাদের বাড়ি গিয়ে পড়াশোনার নিয়মিত খোঁজখবর এবং সহযোগিতা করছেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য আল আমিন বলেন, ‘গ্রামের উন্নয়নে ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্দেশ্য থেকেই আমরা শিক্ষাসামগ্রী বিতরণ করেছি। এ ছাড়া কোনো শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে অকালে ঝরে না যায়, সেদিকে আমরা খেয়াল রাখব। তাদের পড়াশোনার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। শিক্ষা ,সংস্কৃতি, অর্থনীতিসহ গ্রামের যেকোনো উন্নয়নে আমাদের সংগঠন সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে।’