এজাজুল ইসলাম অভিনয় করেছেন হুমায়ূন আহমেদসহ অসংখ্য পরিচালকের নাটক-সিনেমায়। তিনি একজন চিকিৎসকও। তাঁর ছেলে আবুবকর সিদ্দিক পড়ছে ঢাকার সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে। এবারের দুই প্রজন্মে থাকছে এই বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।
১. যা খেতে পছন্দ করি...
এজাজুল ইসলাম: ভাত-মাছ ও শাক-সবজি।
ছেলে: ফাস্টফুড।
২. অবসরে কী করেন?
এজাজুল ইসলাম: অবসর নাই। যদি কখনো পাই তাহলে ভালো কোনো কাজ করার চেষ্টা করি।
ছেলে: বন্ধুদের সঙ্গে খেতে যাই এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বসি।
৩. বেড়াতে ভালো লাগে
এজাজুল ইসলাম: কক্সবাজার ও নিজের গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরে।
ছেলে: গ্রামের বাড়ি।
৪. প্রিয় সিনেমা
এজাজুল ইসলাম: শ্রাবণ মেঘের দিন।
ছেলে: লাইফ অব পাই।
৫. উপন্যাসের পছন্দের চরিত্র...
এজাজুল ইসলাম: হুমায়ূন আহমেদের
‘মিসির আলী’।
ছেলে: হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন উপন্যাসের ‘পরানঢুলী’ চরিত্রটি।
৬. প্রিয় গায়ক...
এজাজুল ইসলাম: বারী সিদ্দিকী।
ছেলে: মাইকেল জ্যাকসন।
৭. প্রিয় বই
এজাজুল ইসলাম: হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন।
ছেলে: জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি।