চীনে তিন মাসের মধ্যে দৈনিক সংক্রমণে রেকর্ড
চীনে গতকাল বুধবার করোনা সংক্রমণের ১০১টি নতুন ঘটনা ঘটেছে। গত তিন মাসে কোনো এক দিনে সংক্রমণের ক্ষেত্রে এটি একটি রেকর্ড।
নতুন সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ব্যায়ামাগার, বার ও জাদুঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
নতুন সংক্রমণের মধ্যে ৯৮টি ঘটেছে স্থানীয়ভাবে ও এর অধিকাংশই উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে।
চলতি মাসের শুরুতে সেখানে প্রথমবারের মতো গুচ্ছ সংক্রমণ বৃদ্ধির বিষয়টি ধরা পড়ে।
এরপর ব্যাপকভাবে পরীক্ষা শুরু হয়। আরোপ করা হয় নানা বিধিনিষেধ।
হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম সতর্ক করে বলেছেন, বড় সংক্রমণের ঝুঁকির কিনারে দাঁড়িয়ে রয়েছে এই অঞ্চল।