শিগগির টিকার অনুমোদন দেবে রাশিয়া
করোনার টিকা নিয়ে কাজ করা দেশগুলোর মধ্যে এগিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীনের প্রতিষ্ঠানগুলো। তবে সবার আগে টিকার কার্যকারিতার বিষয়ে ঘোষণা দিয়েছিল রাশিয়া।
দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষের ব্যবহারের জন্য আগামী মাসেই এই টিকার অনুমোদন দেবে দেশটি।
যদিও এই টিকার কার্যকারিতা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, এই টিকার কার্যকারিতা নিয়ে পরীক্ষার কোনো বিজ্ঞানভিত্তিক তথ্য প্রকাশ করেনি রাশিয়া।
কর্মকর্তারা জানিয়েছেন, ১০ আগস্ট টিকার অনুমোদন দেওয়ার জন্য কাজ করছেন তাঁরা।