সিএএ-বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নারীর মৃত্যু

কলকাতার পার্ক সার্কাসে সিএএ-বিরোধী নারীদের অবস্থান আন্দোলন। ছবি: চিত্রগ্রাহক ভাস্কর মুখার্জি
কলকাতার পার্ক সার্কাসে সিএএ-বিরোধী নারীদের অবস্থান আন্দোলন। ছবি: চিত্রগ্রাহক ভাস্কর মুখার্জি

কলকাতার পার্ক সার্কাস ময়দানে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলন চলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই নারীর নাম সামিদা খাতুন (৫৭)। কলকাতার পার্ক সার্কাসের সিআইটি রোডের এন্টালির কলাবাগান এলাকায় বাস করতেন তিনি। তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন পঙ্গু। পাঁচ সন্তানের মধ্যে তিন ছেলে ইরানে চাকরি করেন। দুই মেয়েকে নিয়ে সিএএ-বিরোধী নারীদের অবস্থান ধর্মঘটে যোগ দিয়েছিলেন তিনি।

সামিদা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলকাতায় সিএএ, এনআরসি ও এনপিআর-বিরোধী আন্দোলনকারীরা। তাঁর মৃত্যু সংবাদ শোনার পর হাজার হাজার মানুষ ছুটে আসেন পার্ক সার্কাস এলাকায়। তাঁরা শোক প্রকাশ করেন।

পার্ক সার্কাস আন্দোলনের নেত্রী আসমত আরা জামিল ঘোষণা দিয়েছেন, ‘সামিদা খাতুন শহীদ হয়ে আমাদের সিএএ-বিরোধী আন্দোলনকে নতুন পথ দেখালেন। আমরা এই আন্দোলনে নতুন করে শক্তি সঞ্চার করব। আন্দোলনকে আরও বেগবান করব। সিএএ প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আন্দোলন থেকে ফিরব না। দাবি আদায় করে ছাড়ব। ওই নারী আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবস্থান মঞ্চে ২৬ দিন অংশগ্রহণ করেছেন, তাঁর এই আত্মত্যাগ আমাদের সিএএ-বিরোধী আন্দোলনে নতুন পথ দেখাবে। আমরা জয়ী হব।’