জামিয়ায় আবার গুলি

জামিয়ায় সবশেষ গুলির ঘটনায় কেউ হতাহত হননি। ছবি: সংগৃহীত
জামিয়ায় সবশেষ গুলির ঘটনায় কেউ হতাহত হননি। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আবার গুলি ছোড়া হয়েছে। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি গুলি ছোড়া হয়। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদ চলাকালে এই গুলি ছোড়া হয়। এ নিয়ে গত চার দিনে নয়াদিল্লিতে তিনবার গুলির ঘটনা ঘটল।

সিএএ-বিরোধী আন্দোলনে অংশ নেওয়া জামিয়া সমন্বয় কমিটির ভাষ্য, গত রাতে প্রতিবাদ কর্মসূচি চলাকালে একটি স্কুটারে করে দুজন সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে আসেন। তাঁদের মধ্যে এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ নম্বর ফটকের বাইরে একটি গুলি ছোড়েন। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে একজনের পরনে ছিল লাল জ্যাকেট।

জামিয়া সমন্বয় কমিটি জানায়, সবশেষ এই গুলির ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ বলেছে, বিশ্ববিদ্যালয়ের ফটকে একটি গুলি ছোড়া হয়েছে বলে কিছু শিক্ষার্থী অবহিত করেছেন। তাঁদের বিবরণ নথিবদ্ধ করা হয়েছে। এর ভিত্তিতে একটি এফআইআর হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামিয়ার বেশ কাছেই শাহিনবাগ। সেখানে দেড় মাস ধরে সিএএ ও এনআরসির বিরুদ্ধে শান্তিপূর্ণ সত্যাগ্রহ চলছে।

গত বৃহস্পতিবার পুলিশের সামনেই জামিয়ার আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান এক তরুণ। গুলিতে আহত হন একজন। পরে গুলি চালানো যুবককে পুলিশ আটক করে।

তিন দিন পর গত শনিবার দিল্লির আলোচিত শাহিনবাগে আরেক ব্যক্তি গুলি ছোড়েন।