বেইজিংয়ে গেছেন ইমরান খান
দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার চীনের বেইজিংয়ে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন ইমরান।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বেইজিংয়ে পৌঁছালে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী লুও মুগাঙ্গ, চীনে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশন নাঘমানা হাশমি ও পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও জিং।
এদিকে প্রধানমন্ত্রী লি কেছিয়াং গতকাল বলেছেন, পাকিস্তানের স্বাধীন সার্বভৌম, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সাহায্য করবে চীন।
ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়ছে দেশটির।
ভারতে এই পদক্ষেপ বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই আগস্ট থেকে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান।
ইমরানের এই সফরেও সেই কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।