১০ লাখ দিরহাম পুরস্কার জিতলেন প্রবাসী বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি বাবা হবেন আগামী মাসে। এর আগে তিনি জিতেছেন দারুণ এক পুরস্কার। পেয়েছেন ১০ লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।
ওই বাংলাদেশির নাম আবদুল্লাহ আল আরাফাত মোহাম্মদ মহসিন (৩০)। বাড়ি ফেনীর সোনাগাজীতে।
ইউএইর নামকরা বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান আল আনসারি এক্সচেঞ্জ তাদের গ্রাহকদের নিয়ে গ্রীষ্মকালীন র্যাফল ড্রর আয়োজন করেছিল। গত মঙ্গলবার এই ড্রয়ে প্রথম পুরস্কার পেয়েছেন মহসিন।
আরও আটজন পেয়েছেন ১০ হাজার দিরহাম করে পুরস্কার।
মহসিন বলেন, পুরস্কারের অর্ধেক অর্থ তিনি দেশে অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে পাঠাবেন। সামনের মাসেই তাঁর প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে। বাকি অর্থ দিয়ে তিনি দুবাইয়ের নাইয়েফে তাঁর দোকানের উন্নয়নে বিনিয়োগ করবেন।