শ্রীলঙ্কায় রাতে কারফিউ
একের পর এক বোমা হামলায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় আজ রোববার সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল ছয়টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুহান বিজয়াবর্ধনে এই ঘোষণা দেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।
আজ সকালে এই দ্বীপরাষ্ট্রে একের পর এক বোমা হামলায় এ পর্যন্ত অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় তিন হোটেলে এ হামলা হয়। এতে চার শতাধিক মানুষ আহত হয়েছেন। আজ খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে। হামলার সময় তিন গির্জায় ইস্টারের প্রার্থনা চলছিল। এ হামলায় নিহত ১৬০ জনের মধ্যে ৩৫ জন বিদেশি।
এর আগে দেশটির প্রেসিডেন্টের ভবন থেকে জানানো হয়, এ হামলার বিষয়ে তদন্তকাজের সুবিধার্থেই কারফিউ জারির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের শীর্ষ পর্যায়ের এক বৈঠকের পরই কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়। ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রুহান বিজয়াবর্ধনে ছাড়াও জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।