স্পেনের ঐতিহ্যের স্থাপনা
>ইউরোপের অন্যান্য অংশের তুলনায় স্পেন অনেক দিক থেকেই বৈশিষ্ট্যমণ্ডিত এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মিলনস্থল। স্পেনের প্রাচীন ইতিহাসেও সেখানকার বিভিন্ন অভিবাসী জাতির বসতি স্থাপনের দীর্ঘ ধারা ও নানা ধর্ম-সংস্কৃতির মিলন এবং ঐতিহ্যের কথা লেখা রয়েছে। ৭১১ থেকে ১৪৯২ সাল পর্যন্ত স্পেনের দক্ষিণাঞ্চলে উত্তর আফ্রিকা থেকে আসা মুসলিম মুরিয় শাসকেরা দীর্ঘদিন রাজত্ব করেন। মুসলিম শাসকেরা ওই সময় স্পেনে নতুন শস্য প্রবর্তন, দক্ষ সেচ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং স্থাপত্য, গণিত, চিকিৎসা ও দর্শনের প্রসার ঘটান। হাজার বছরের বেশি সময়ের পুরোনো নানা ঐতিহ্যবাহী স্থাপনা এখনো রয়েছে টলেডো, কর্ডোভা, আলমেরিয়া, আলহাম্বরা ও গ্রানাডায়। এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলো ঘুরে গত কয়েকদিনে ছবিগুলো তুলেছেন প্রথম আলোর হ্যানোভার (জার্মানি) প্রতিনিধি সরাফ আহমেদ।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১