ইতালিতে নৈশক্লাবে পদপিষ্ট হয়ে নিহত ৬
মধ্য ইতালির একটি নৈশক্লাবে পদপিষ্ট হয়ে ছয়জন নিহত হয়েছে। আহত শতাধিক। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে বলে দমকলকর্মীরা এএফপিকে জানান। স্থানীয় সময় রাত একটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস টুইটারে এক বিবৃতিতে জানায়, জ্বালাপোড়া করে—এমন কিছু ছড়িয়ে পড়ায় ভয় পেয়ে তরুণ দল হুড়োহুড়ি করে পালাতে গিয়ে পদপিষ্ট হওয়ার এই ঘটনা ঘটে। দুঃখজনকভাবে এতে ছয়জন নিহত হয়। বেশ কয়েকজন আহত।
বিবিসি জানায়, কিছু খবরে বলা হয়, ক্লাবের ভেতরে পিপার স্প্রে করার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আদ্রিয়াটিক উপকূলে কোরিনালদো শহরের ব্লু ল্যানটার্ন নামের এই নৈশক্লাবে ঘটনার সময় প্রায় এক হাজার মানুষ ছিল। সেখানে ইতালীয় রেপার সেফরা ইবাসতার কনসার্ট ছিল।
এ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৬ বছরের এক কিশোর গণমাধ্যমকে জানায়, ‘আমরা যখন ঝাঁজালো গন্ধটা পাই, তখন আমরা নাচছিলাম আর কনসার্ট শুরু হওয়ার অপেক্ষা করছিলাম। আমরা এরপর জরুরি বহির্গমনের দিকে দৌড় দিই, কিন্তু দরজায় থাকা রক্ষীরা আমাদের ফেরত পাঠায়।’