বিচারপতির নামে ২২০০ গাড়ি!
পাকিস্তানের সাবেক একজন বিচারপতির নামে ২ হাজার ২২৪টি গাড়ি নিবন্ধন হয়েছে। তবে ৮২ বছর বয়স্ক সাবেক বিচারপতি সিকান্দার হায়াত একটি গাড়ি ব্যবহার করেন। সিকান্দার হায়াতের নামে অন্য অনেকেই ওই গাড়িগুলো নিবন্ধন করে নিয়েছেন বলে দাবি তাঁর আইনজীবীর।
পাকিস্তানের অনলাইন ডনের খবরে বলা হয়েছে, সম্প্রতি গাড়ি নিবন্ধন বিভাগের হালনাগাদ তথ্য কার্যক্রমের সময় দেখা যায় বিচারপতি সিকান্দার হায়াতের নামে অনেক গাড়ির নিবন্ধন আছে। আর তাই এতগুলো গাড়ির নিবন্ধন কেন ওই বিচারপতির নামে তা জানতে চেয়ে কয়েক দিন আগে দেশটির আয়কর বিভাগ থেকে নোটিশ পাঠানো হয়। নোটিশে গাড়িগুলোর বিস্তারিত জানতে চাওয়া হয়। বিচারপতি একটিমাত্র গাড়ি ব্যবহার করেন। আয়কর বিভাগ থেকে জারি করা নোটিশে উল্লেখিত গাড়িগুলো তাঁর নয় বলে বিচারপতির আইনজীবী মিয়া জাফর দাবি করেছেন। তবে দেশটির আয়কর বিভাগ বলছে, গাড়িগুলো বিচারপতির নামে নিবন্ধন করা।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আদালতে বিষয়টি উত্থাপন করা হলে প্রাদেশিক আয়কর বিভাগকে কীভাবে এটি সম্ভব হয়েছে, এক সপ্তাহের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে।