এটা ইসরায়েলের হামলা নয়, সিরিয়ার সামরিক বাহিনীর দাবি
সিরিয়ার দামেস্কের কাছে আল-মাজ্জেহ এলাকায় সামরিক বিমানঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি সূত্র এটাকে ইসরায়েলের বিমান হামলা বললেও সিরিয়ার সামরিক বাহিনী তা অস্বীকার করেছে। গতকাল শনিবার মধ্যরাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আজ রোববার সিএনএনের খবরে বলা হয়, সিরিয়ায় শাসকপক্ষকে সমর্থন দেওয়া বেসরকারি নিউজ আউটলেট আল-মায়াদিন জানিয়েছে, সামরিক ঘাঁটিতে ইসরায়েল এই বিমান হামলা চালিয়েছে। তবে সিরিয়ার সরকারি গণমাধ্যম নাম প্রকাশ না করে সামরিক সূত্র তুলে ধরে জানিয়েছে, ইসরায়েল হামলা চালায়নি। বৈদ্যুতিক গোলযোগ থেকে গোলাবারুদের গুদামে বিস্ফোরণ ঘটেছে।
সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) ও সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনের খবরে বলা হয়েছে, মাজ্জেহ সামরিক বিমানঘাঁটিতে কোনো ইসরায়েলি হামলার ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক গোলযোগের কারণে গোলাবারুদের গুদামে বিস্ফোরণ ঘটায় এই শব্দ শোনা গেছে।
এদিকে দামেস্কের এক বাসিন্দা সিএনএনকে জানিয়েছেন, কমপক্ষে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে সামরিক বিমানঘাঁটি থেকে। তিনি বলেন, ‘বিস্ফোরণের পর অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর ছোটাছুটি দেখে মনে হয়েছে বিমান হামলার ঘটনা ঘটেছে।’
মোবাইল ফোনে ধারণ করা বিস্ফোরণ ও এর পরের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, রাতের আকাশে বিকট শব্দে আলো ছিটকে পড়েছে। এটাকে বিস্ফোরণের মতোই মনে হয়েছে। তবে বিস্ফোরণের কারণ বোঝা যায়নি।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এর আগে দেশটির বিভিন্ন স্থান ও ঘাঁটিকে ইসরায়েলসহ অন্য দেশ বিমান হামলার নিশানায় রেখেছে বলে একের পর এক প্রতিবেদন প্রকাশ করে।
সরকারবিরোধী আন্দোলনকারীদের দেওয়া তথ্যমতে, সামরিক ঘাঁটি ছাড়াও আল-মাজ্জেহ এলাকায় দূতাবাস, নিরাপত্তা ভবন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ লোকজনের বাসা রয়েছে।