>
- প্রিয়া প্রকাশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ
- ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয়
- মালাবর অঞ্চলের মুসলিমদের গাওয়া জনপ্রিয় গান
ভ্রু-পল্লব নাচিয়ে তরুণদের হৃদয়ে ঝড় তোলা ভারতের তারকা প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলা খারিজ করে দিয়েছেন আদালত। দেশটির প্রধান বিচারপতি দীপক মিশ্র অভিযোগকারীর উদ্দেশে বলেছেন, ‘ছবিতে গানের দৃশ্যে অভিনয়ের জন্য মামলা করলেন। আপনাদের কি আর কোনো কাজ নেই?’
প্রিয়া অভিনীত ‘অরু আদার লাভ’-এ একটি গানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে অভিযোগে প্রিয়া ও তাঁর সহশিল্পী এবং নির্মাতার বিরুদ্ধে হায়দরাবাদের ফলকনামা পুলিশ স্টেশনে মামলা করেন দুই যুবক। মুকিত খান ও জহিরউদ্দিন খানের সেই মামলা শুক্রবার খারিজ করে দেন আদালত। তাঁদের অভিযোগ ছিল, ছবির ‘মাণিক্য মালারায়া পুবি’ গানটি কেরালার মালাবার অঞ্চলের মুসলমানদের মধ্যে বেশ জনপ্রিয়। ধর্মীয় আবেগ জড়িয়ে আছে এ রকম একটি গানে ভ্রু-পল্লব নাচিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত বেঞ্চে আজ শুক্রবার মামলার শুনানি হয়। দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত মামলাটি খারিজ করে দেন।
সুপ্রিম কোর্টে মামলার শুনানিকালে প্রধান বিচারক দীপক মিশ্র মামলার অভিযোগকারীকে ভর্ৎসনা করে বলেন, ‘কেউ একটি ছবিতে গান করল, আর সেটার বিরুদ্ধে আপনি মামলা ঠুকে দিলেন। আপনার কি আর কোনো কাজ নেই?’
বিচারপতির পর্যবেক্ষণে বলা হয়, এটি শুধু একটি গান। এর সঙ্গে ধর্মীয় ভাবাবেগকে আঘাত বা অবমাননা করার কোনো প্রশ্নই নেই। সুতরাং এটি ২৫৯-এ ধারায় কোনো অপরাধ হয়নি।
আদালতে এই অভিনেত্রী বলেন, অভিযোগকারী না বুঝেই মামলাটি করেছেন। এ ছাড়া এটি উত্তর কেরালার মালাবর অঞ্চলের মুসলিমদের গাওয়া একটি জনপ্রিয় গান। এ সময় অভিযোগকারী উচ্চ আদালতে বলেন, গানের মধ্যে চোখের টিপ্পনি দেওয়া ইসলাম সমর্থন করে না। তাঁকে থামিয়ে প্রধান বিচারক বলেন, এটি শুধু একটি গান।
এ বছর মালয়লাম ছবি ‘অরু আদার লাভ’-এর একটি ভিডিও ক্লিপ অনলাইনে ভাইরাল হয়। সেখানেই ভ্রু নাচিয়ে তেলেসমাতি দেখান দক্ষিণী তরুণ নায়িকা প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। এরপরই ধুন্দুমার আলোচনার জন্ম দেন তিনি। তাঁর প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই প্রিয়া ‘হিট’। এরপরই গুগল সার্চে পর্নোস্টার থেকে বলিউডের অভিনেত্রী বনে যাওয়া সানি লিওনকে হটিয়ে শীর্ষে উঠে যান প্রিয়া। এরপর দেশটির সংসদে আস্থা ভোটের দিনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্যর পরই নিজ দলের সদস্যর প্রতি তাকিয়ে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর চোখ মারাকে তুলনা করা হয় প্রিয়ার সঙ্গে। তাঁর ওই চোখের জাদুতে বলিউড তারকাদেরও কাত করে দেয়।