সাদাপোশাকের পুলিশের কাছে গাঁজা বেচতে গিয়ে শ্রীঘরে!
সাদাপোশাকে রেকি করছিলেন কয়েকজন পুলিশ সদস্য। হুট করেই তাঁদের কাছে এসে গাঁজা কেনার প্রস্তাব দেন দুই মাদক ব্যবসায়ী। আর যায় কোথায়! ঘাড়ে ধরে দুই মাদক ব্যবসায়ীকে শ্রীঘরে নিয়ে যায় পুলিশ।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, উত্তর প্যারিসের এক উপশহরে গত বুধবার এ ঘটনা ঘটেছে। সেখানে কয়েকজন পুলিশ কর্মকর্তা সাদাপোশাকে তদন্তে নেমেছিলেন। একটি চুরি যাওয়া গাড়ি খুঁজে বের করতে এদিক-সেদিক ঘুরছিলেন তাঁরা। হঠাৎ করেই তাঁদের সামনে হাজির হন ওই দুই মাদক ব্যবসায়ী। সাদাপোশাকের পুলিশকে চিনতে না পেরেই ভুল হয় তাঁদের। পুলিশের কাছেই গাঁজা বিক্রির প্রস্তাব দিয়ে বসেন তাঁরা।
স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, ওই দুই মাদক ব্যবসায়ীর প্রস্তাবে প্রথমে সাড়া দিয়েছিল পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া হয়। পুলিশ বলছে, এই দুজন সম্প্রতি মাদক ব্যবসায় নেমেছেন। ব্যবসায় অনভিজ্ঞ হওয়ায় সাদাপোশাকের পুলিশকে চিনতে পারেননি তাঁরা। দুই মাদক ব্যবসায়ী প্রায় ৬৭ কেজি গাঁজা সরবরাহ করছিলেন।