সন্ধির 'লকডাউন' কাটছে স্টুডিওতে
প্রতি পয়লা বৈশাখে দুই বোন স্বাগতা ও সভ্যতাকে নিয়ে গান করেন সন্ধি। এবারও করেছেন, তবে তিনজন তিন জায়গা থেকে। লকডাউনে নিজের স্টুডিওতেই কাটিয়েছেন সন্ধি। ‘বৃষ্টি স্কুল’ নামে একটি গানের সুর করেছিলেন পাঁচ বর্ষা আগে। এ বর্ষায় সেই গানটি প্রকাশের জন্য প্রস্তুত করেছেন। ঈদে তাঁর ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে গানটি। সন্ধি জানালেন, লকডাউনের কারণে স্টুডিওতে থাকার কারণেই জমে থাকা গানগুলো আলোর মুখ দেখবে।
করোনায় ঘরবন্দী মানুষের বিষণ্নতা দূর করতে ঘরে বসে গানের আয়োজন করেছে প্রথম আলো। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে তাঁদের মন ভালো করছেন বাংলাদেশি শিল্পীরা। প্রথম আলোর ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ গাইবেন সন্ধি। রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক লাইভে উপভোগ করা যাবে তাঁর গান। সন্ধি শোনাবেন ‘তুমি আমার না হও’, ‘এখনো আলো আসে’, ‘বলতে চাই’ ‘লক্ষ্মীটি’ গানগুলো। ‘তুমি আমার না হও’ গানটির কথা ও সুর আশিকুর রহমানের। সংগীত পরিচালনা ও কণ্ঠ সন্ধির। ‘এখনো আলো আসে’ রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর কবিতা থেকে সুর করেছেন মেহেদী হাসান। ‘বলতে চাই’ লেখা, সুর, সংগীত পরিচালনা ও গাওয়া সন্ধির। পশ্চিমবঙ্গের ‘দৃষ্টিকোণ’ সিনেমার অনুপম রায়ের লেখা ও সুরে ‘লক্ষ্মীটি’ গানটি গেয়েছিলেন পলমা মজুমদার।
‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে ইতিমধ্যে গান করেছেন শিল্পী তানভির আলম সজীব, রাহুল আনন্দ, প্রিয়াঙ্কা গোপ, কনক আদিত্য, ইমরান, কোনাল, পিন্টু ঘোষ, পুলক, পারভেজ, ঐশী, কিশোর, দিনাত জাহান মুন্নী, এস আই টুটুল, অদিতি মহসিন, বেলাল খান, সাব্বির, রন্টি দাস, হায়দার হোসেন, ডিরকস্টার শুভ, হৈমন্তী রক্ষিত দাশ, ইউসুফ আহমেদ খান, আনুশেহ আনাদিল, ফিডব্যাক, দুই ভাই হৃদয় ও প্রত্যয় খান, সমরজিৎ রায়, মেহরাব, ইউসুফ, শান, তপন চৌধুরী, ওয়ারদা আশরাফ, মুহিন খান, লাবিক কামাল গৌরব, অনিমা রায়, রাজীব, রাকিবা ইসলাম ঐশী, অপু আমান, স্বরলিপি, আশিকুজ্জামান টুলু, রোদিয়া, আশিক, মেহেদী হাসান, সন্দীপন, পূজা, রেহান, ঝিলিক, সুস্মিতা দে, মেহের আফরোজ শাওন, রাশেদ, সিঁথি সাহা, নন্দিতা ও অভিনেতা চঞ্চল চৌধুরী।