সুস্মিতার প্রশংসায় সালমান খান
এই না হলে কামব্যাক! বলিউডের মারকুটে অভিনেতারাও অভিনন্দন জানাচ্ছেন সুস্মিতা সেনকে। অথচ ক বছর আগেও এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ফিল্মপাড়ায়। এই সাবেক বিশ্ব সুন্দরী কি ফিরবেন? তিনি শুধু ফেরেননি। সঙ্গে করে নিয়ে এসেছেন হাততালিও। এবার সুস্মিতা সেনের কামব্যাকে অভিভূত হলেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান।
সম্প্রতি প্রকাশ পাওয়া সুস্মিতা সেনের ‘আরিয়া’ ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার পরই প্রশংসার বন্যা ভেসে আসছে যেন। সালমান খানও সিরিজটি দেখে রোমাঞ্চিত। সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন একটি ভিডিও। সেখানে তিনি প্রশংসা করেছেন সুস্মিতার। তিনি বলেন, ‘আরিয়াকে স্বাগত জানাও। সুস্মিতার ফিরে আসার সিদ্ধান্ত অবশ্যই অসাধারণ এবং দারুণ বটে।’
ভাইজান আরও বলেন, ‘“আরিয়া” দেখার পর সুস্মিতার জন্য আমার কিছু কথা আছে। একবার যখন প্রথম পর্ব দেখতে বসলাম, সব পর্ব না দেখা পর্যন্ত উঠতেই পারলাম না। আপনারাও “আরিয়া” দেখুন।’
আর ভিডিওর ক্যাপশনে সালমান খান লিখেছেন, ‘আরিয়াকে অভিনন্দন। কী ফিরে আসা! কী এক শো! ভালোবাসা তোমার জন্য, সুস্মিতা।’
এমন প্রশংসায় পঞ্চমুখ হবেন না কেন? দীর্ঘ বিরতির পর ফিরে আসার ক্ষেত্রে কম প্রস্তুতি নিয়ে আসেননি সুস্মিতা। একেবারে আটঘাট বেঁধেই নেমেছিলেন। এই দেখুন না। এই চরিত্রের খাঁটি ‘লুক’ আনতে ৩০টি ভিন্ন লুক টেস্ট করতে হয়েছে তাঁকে। সুস্মিতা বলেন, ‘“আরিয়া”র জন্য আমরা ৩০টি লুক দেখেছি। এই শোয়ের স্টাইলিস্ট একের পর এক নতুন লুক দেখাচ্ছিল। কিন্তু কোনোটাই যেন ঠিক ঠিক আরিয়ার মতো লাগছিল না। অবশেষে ৩০ বার লুক পরিবর্তন করে আরিয়া দেখতে কেমন হবে, তা ঠিক হলো। সবারই মনে ধরল এই লুক। “আরিয়া”র জন্য যদি আরও লুক পরীক্ষার দরকার হতো, যতবার প্রয়োজন, আমি ততবারই লুক টেস্ট দিতাম। এই চরিত্র যা যা চেয়েছে, যেভাবে চেয়েছে, আমি তার সবই করেছি। একচুলও ছাড় দিইনি।’
ছাড় না দেওয়ার সুমিষ্ট ফলও মিলছে এখন। ওয়েব সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে ১৯ জুন প্রচার শুরু হয়। পাঁচ বছর বিরতির পর দাপটের সঙ্গেই যেন ফিরে এলেন রুপালি দুনিয়ায়। এই সিরিজে সুস্মিতা সেন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন রাম মাধবনি।