ক্যাটরিনা-ভিকির প্রেম, গুজব নয় সত্যি
ক্যাটরিনার হৃদয়ে আবারও বাজছে প্রেমের গান, ব্যাকগ্রাউন্ডে স্যাক্সোফোন। ‘শোন গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি।’ তবে পাত্র সালমান খান নন, রণবীর কাপুর তো ইতিহাসের পাতায়। রণবীর কাপুরের সঙ্গে ভাঙনের ক্ষত শুকিয়ে পুরোনো কিছু স্মৃতি ছাড়া সেসব চুকেবুকে অনেক দূর এগিয়েছেন ক্যাটরিনা কাইফ। এমনকি রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাট বলিউডপাড়ায় ক্যাটরিনার সবচেয়ে কাছের বন্ধুও হয়ে গেছেন। তাই পাত্র আর কেউ নন, যা ভাবছেন তাই, ‘ভূত’খ্যাত ভিকি কৌশল।
অনেক দিন ধরেই বলিউডের বাতাসে উড়ছিল খবরটা। এইবেলা খোদ ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল গুজবের চারায় নিজেরাই যত্ন করে পানি ঢাললেন, সার দিলেন। সায় মিলল সত্যতার। আরও একবার প্রমাণিত হলো, যা রটে, তার কিছু তো বটে।
কবে কখন ক্যাটরিনা রণবীর কাপুরকে দেওয়া হৃদয় ফিরিয়ে নিয়ে তা ভিকি কৌশলকে দিয়েছেন, তা কে জানে! তবে ২০১৯ সালে দীপাবলির এক পার্টিতে প্রথম তাঁরা জনসমক্ষে হাত ধরে জুটি বেঁধে আসেন। সেই থেকে শুরু। তারপর থেকেই গোপনে ডুবে ডুবে জল খাচ্ছেন। তবে দু–একবার যে গণমাধ্যম আর পাপারাজ্জিদের কাছে নাস্তানাবুদ হতে হয়নি, তা নয়। এই ধরুন, মাথায় হুডি লম্বা করে টেনে, সব রকম গোপনীয়তা আর সতর্কতা অবলম্বন করেই ভিকি গিয়েছিলেন ক্যাটরিনার বান্দ্রার বাসায়। কিন্তু তবু, বিধি বাম হলে যা হয় আরকি! কৌশলের সব কৌশল বৃথা গেল যখন প্রতিবেশীদের চোখকে ফাঁকি দিতে পারলেন না। তাঁরাই জানালেন সেই গোপন অভিসারের কথা।
অবশ্য সে বিষয়ে প্রশ্ন করা হলে ভিকি বলেছেন, সাংবাদিক আর পাপারাজ্জিরা তাঁদের কাজ করবেন। তিনি তাতে কোনো দোষ দেখেন না। তবে ‘এই মুহূর্তে বলার মতো কোনো গল্প নেই’ বলেও যোগ করেন ভিকি।
এইবার জি সিনে অ্যাওয়ার্ডের রেড কার্পেটে ক্যাটরিনাকে জিজ্ঞেস করা হলো ‘প্রেম করতে কেমন লাগছে?’ কেন যেন এড়িয়ে না গিয়ে লাজুক হাসি হেসে বললেন, প্রেমের অনুভূতি নাকি বরাবরই চমৎকার। ওমা, এদিকে ভিকি কৌশলের মুখেও একই হাসি, একই জবাব। তবে সঙ্গে এ–ও বললেন, তিনি খুবই ‘প্রাইভেট পারসন’ কিনা। এসব নিয়ে কথা বলতে তাই মনের সায় নেই। হৃদয়ের গোপন কুঠুরিতে সব জমা রাখতে চান। সাংবাদিক–আলোকচিত্রীদের জন্য প্রবেশাধিকার সংরক্ষিত।
ভিকি কৌশলের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভূত পার্ট ওয়ান: দ্য হন্টেড শিপ’ ছবিটি ২১ ফেব্রুয়ারি মুক্তির পর আজ পর্যন্ত আয় করেছে মাত্র ২৬ কোটি রুপি। প্রিমিয়ার শো দেখে ক্যাটরিনা ‘দারুণ’ বললেও দর্শক সহমত পোষণ করেনি তাঁর সঙ্গে। অন্যদিকে ক্যাটরিনা কাইফ পুরোনো প্রেমিক ও বর্তমান ‘ভালো বন্ধু’ সালমান খানের সঙ্গে জুটি বেঁধে ‘ভারত’ ছবি দিয়ে আবার চলে এসেছেন লাইমলাইটে। এবার তাঁকে দেখা যাবে রোহিত শেঠি পরিচালিত ‘সূর্যবংশী’ ছবিতে, অক্ষয় কুমারের বিপরীতে। আর ভিকি কৌশল প্রস্তুতি নিচ্ছেন করণ জোহরের ঐতিহাসিক ছবি ‘তখতে’র জন্য।