ছবিতে ছবিতে তারকাদের বেড়ানো

বিনোদনজগতের তারকারা প্রতিদিন ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজেদের ছবি পোস্ট করে নানা খবর জানান। এর মধ্য দিয়ে তাঁরা ভক্তদের আরও কাছে যেতে চান। ভক্ত আর অনুসারীরাও সেসব ছবি দেখে আপ্লুত হন। বছরের শুরুতে ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে দেশি-বিদেশি তেমনই কিছু তারকার ছবি ও তথ্য দেওয়া হলো এখানে।

১ / ৯
আকাশ আর সমুদ্র যেখানে মিলে গেছে, নতুন বছরে প্রিয়াঙ্কা চোপড়ার পরিবার আর বন্ধুদের নিয়ে পৌঁছে গেছেন সেখানে।
আকাশ আর সমুদ্র যেখানে মিলে গেছে, নতুন বছরে প্রিয়াঙ্কা চোপড়ার পরিবার আর বন্ধুদের নিয়ে পৌঁছে গেছেন সেখানে।
২ / ৯
জান্নাতুল ফেরদৌস পিয়া ঘুরছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
জান্নাতুল ফেরদৌস পিয়া ঘুরছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
৩ / ৯
তাঁরা কারা? সারা আলী খান, অমৃতা সিং ও ইব্রাহিম আলী খান।
তাঁরা কারা? সারা আলী খান, অমৃতা সিং ও ইব্রাহিম আলী খান।
৪ / ৯
মাইলি সাইরাস কোথায়?
মাইলি সাইরাস কোথায়?
৫ / ৯
এই ছবি পোস্ট করে সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, গায়ে রোদ লাগিয়ে নতুন বছর শুরু করছেন তিনি।
এই ছবি পোস্ট করে সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, গায়ে রোদ লাগিয়ে নতুন বছর শুরু করছেন তিনি।
৬ / ৯
মাধুরী দীক্ষিতের বেড়ানোর যেন শেষ নেই। এই ছবি পোস্ট করে লিখেছেন, এবার কোথায় যাওয়া যায় প্রিয়, বলো তো?
মাধুরী দীক্ষিতের বেড়ানোর যেন শেষ নেই। এই ছবি পোস্ট করে লিখেছেন, এবার কোথায় যাওয়া যায় প্রিয়, বলো তো?
৭ / ৯
দেখুন, কেভিন হার্ট পরিবার নিয়ে কোথায়!
দেখুন, কেভিন হার্ট পরিবার নিয়ে কোথায়!
৮ / ৯
সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গনা রনৌতের নিজের কোনো অ্যাকাউন্ট নেই। ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্ট পরিচালনা করে তাঁর দল। তারা ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘যেন বোহেমিয়ান কোনো স্বপ্ন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গনা রনৌতের নিজের কোনো অ্যাকাউন্ট নেই। ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্ট পরিচালনা করে তাঁর দল। তারা ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘যেন বোহেমিয়ান কোনো স্বপ্ন।’
৯ / ৯
সংগীত তারকা পড়শীর এই ছবিতে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘সেকি, দাঁতের যে বেহাল দশা!’
সংগীত তারকা পড়শীর এই ছবিতে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘সেকি, দাঁতের যে বেহাল দশা!’