আজ নবান্ন উৎসব
এ বছর বাংলা দিনপঞ্জি বদলে গেছে। চলতি ১৪২৬ বঙ্গাব্দে প্রথমবারের মতো আশ্বিন মাসের গণনা শুরু হয় ৩১ দিন হিসাবে। বাংলা একাডেমি দীর্ঘদিনের চেষ্টায় বাংলা বর্ষপঞ্জির এই সংস্কার করেছে। জাতির ইতিহাসের গৌরবময় দিনগুলো বাংলা ও গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে অভিন্ন তারিখে সমন্বয় করতেই বাংলা বর্ষপঞ্জিতে এই সংস্কার আনা হয়েছে। সে হিসেবে আজ শনিবার পয়লা অগ্রহায়ণ। প্রতি বছরের মতো এবারেও জাতীয় নবান্ন উৎসব হবে। জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ এই উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়।
জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদের সহসভাপতি মানজার চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, আজ সকাল ৭টা ১৫ মিনিটে যন্ত্রসংগীতের মধ্য দিয়ে মধ্য দিয়ে নবান্ন উৎসব-১৪২৬ শুরু হবে। এ উৎসবে সকালে একক গান শোনাবেন সালমা আকবর, শারমিন সাথী, বিমান চন্দ্র বিশ্বাস, তানভীর সজীব, মাহজাবিন রহমান, জয়ন্ত। দলীয় নৃত্য পরিবেশন করবেন নৃত্যজন, নটরাজ, স্পন্দন, ধৃতি নর্তনালয় ও নন্দনকলা কেন্দ্র। একক আবৃত্তি পরিবেশন করবেন বেলায়েত হোসেন ও নায়লা তারাননুম চৌধুরী। দলীয় সংগীত পরিবেশন করবেন উদীচী, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, বুলবুল ললিতকলা একাডেমি ওয়াইজঘাট, সুরতীর্থর শিল্পীরা।
সকালে নবান্ন কথন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। বক্তব্য দেবেন নবান্নোৎসব উৎসব পর্ষদের যুগ্ম আহ্বায়ক নাঈম হাসান। সভাপতিত্ব করবেন নবান্নোৎসব পর্ষদের সভাপতি নৃত্যশিল্পী লায়লা হাসান। সকাল সাড়ে ৯টায় চারুকলা অনুষদ বকুলতলা থেকে ঢাক-ঢোল বাজিয়ে নবান্ন শোভাযাত্রা বের হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে শোভাযাত্রা আবার অনুষ্ঠানস্থলে ফিরে আসবে।
দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেলে। দলীয় সংগীতে অংশগ্রহণ করবে সুরবিহার (শিশু-কিশোর), স্বপ্নবীনা (শিশু-কিশোর), মন্দিরা (শিশু-কিশোর), প্রার্থনা (শিশু-কিশোর), ঢাকা স্বরকল্পন (শিশু-কিশোর), কিশলয় কচি-কাঁচার মেলা দনিয়া, সমস্বর, স্ব-ভূমি লেখক শিল্পীকেন্দ্র, পঞ্চভাস্কর, দৃষ্টি, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, সংস্কৃতি মঞ্চ, পঞ্চায়েত। দলীয় নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস্, নান্দনিক নৃত্য সম্প্রদায়, দিব্য, নৃত্যালোক, বকুল নৃত্যালয়, নৃত্য মঞ্চ, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র। একক আবৃত্তিতে অংশগ্রহণ করবেন ইকবাল খোরশেদ, রফিকুল ইসলাম, রেজিনা ওয়ালী, শাহাদাৎ হোসেন, ফয়জুল আলম, মাসকুর এ সাত্তার, মাহমুদা আখতার, তামান্না তিথি, মাসুম আজিজুল, মাহমুদুজ্জামান মাসুদ, নজরুল কবির, বিপ্লব রায়হান। একক গান শোনাবেন শ্যামল পাল, চম্পা বণিক, সর্দার রহমত উল্লাহ, খগেন্দ্রনাথ সরকার, আবু বকর সিদ্দিক, অনিমা মুক্তি গোমেজ, মহাদেব ঘোষ, তামান্না নিগার, আব্দুল হালিম, সঞ্জয় কবিরাজ, অনিকেত আচার্য, আবিদা রহমান, সমর বডুয়া, আরিফ রহমান, সুরাইয়া পারভীন, রবিউল, রত্না সরকার, শ্রাবণী গুহ রায়, মারুফ হোসেন, দেবু প্রসাদ দা, নবনীতা জাইদ চৌধুরী, দেবু প্রসাদ, ফেরদৌসী কাকলি, মিরা মন্ডল, এস. এম মেজবাউদ্দিন, আতাউর রহমান ও আসিফ ইকবাল। দলীয় আবৃত্তিতে অংশগ্রহণ করবেন মুক্তধারা সংস্কৃতি ও আবত্তি চর্চা কেন্দ্র।