সারার খুঁটিনাটি বিষয়ে নজর রাখছেন কারিনা
বলিউডে তরুণ নায়িকাদের দৌড়ে এগিয়ে সারা আলী খান। এমনকি তাঁর কিছু আগে ক্যারিয়ার শুরু করেও জাহ্নবী কাপুর এ দৌড়ে বেশ পিছিয়ে বলা যায়। খুব অল্প সময়ে আলোচনার কেন্দ্র হয়ে উঠছেন নবাবকন্যা। অভিনয়ের পাশাপাশি চলছে সারার ফ্যাশনচর্চাও। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা কারিনা কাপুর খানের। কারিনা সারার বাবা সাইফ আলী খানের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান।
জানা গেছে, কারিনা সারার ফ্যাশন ও স্টাইলের খুঁটিনাটি বিষয়ে নজর রাখছেন। কারিনা চান, সারাকে ভিড়ের মধ্যেও যেন আলাদা দেখায়। নবাবকন্যা যেন সবার নজর কাড়েন। তাই বলিউডের বেবো (কারিনার ডাকনাম) সারাকে ফ্যাশন নিয়ে পরামর্শ দিচ্ছেন সব সময়। সারার কী পরা উচিত আর কী পরা উচিত নয়, সে বিষয়ে বেশ কড়া নজর কারিনার। তাঁর ইচ্ছা, সাইফ ও অমৃতাকন্যা যেন সাধারণ লুক থেকে বাইরে এসে নিজস্ব স্টাইল গড়ে তোলেন বলিউডে। যেন এক অন্য পরিচিতি গড়ে ওঠে সারার।
‘কেদারনাথ’ ও ‘সিম্বার’ সাফল্যের পর এখন সারার হাতভর্তি সিনেমা। এ মুহূর্তে ব্যস্ত বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নাম্বার ওয়ান’ ছবির শুটিংয়ে। এরপর তাঁকে দেখা যাবে ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল টু’ ছবিতে। এ ছবিতে সারার বিপরীতে আছেন কার্তিক আরিয়ান। ইমতিয়াজ পরিচালিত ছবিটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা।