এক ঘণ্টা কেঁদেছিলেন রণবীর
অভিনেতা ঋষি কাপুরের ৬৭তম জন্মদিন ছিল গতকাল। আর সেদিনই প্রথমবারের মতো ঋষির ক্যানসার নিয়ে খোলাখুলি লিখলেন স্ত্রী নিতু কাপুর। সেখানে লিখলেন, তিনি ও ঋষি কতটা ভেঙে পড়েছিলেন, কতটা ধাক্কা খেয়েছিলেন তাঁদের ছেলে রণবীর কাপুর। নিতু কাপুর টুইটারে লেখেন, ‘রণবীর বাড়ি ফেরার পর আমি ওকে জানালাম, কিছু জরুরি কথা আছে। তখন আমি ওকে ডাক্তারের বলা প্রতিটা কথা শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। ওর চোখে পানি চলে এল। এক ঘণ্টার মতো কেঁদেছিল ও। বিশ্বাস করতে চাইছিল না।
নিজেকে সামলে নেওয়ার পর সে–ই আমাকে সাহস দিয়ে বলল, চলো, এটার মোকাবিলা করি। এর পরপরই আমরা নিউইয়র্কে চিকিৎসার প্রক্রিয়া শুরু করি।’ প্রায় দেড় বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঋষি কাপুরের বোনম্যারো ক্যানসারের চিকিৎসা চলেছে। সেই চিকিৎসাপ্রক্রিয়া শেষ হয়েছে আপাতত। শোনা যাচ্ছে, এ মাসেই ঋষি কাপুর ও স্ত্রী নিতু কাপুর ফিরবেন ভারতে। আর ফিরেই ছেলে রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করবেন।