শেষ পর্যন্ত ঈদে তিন ছবি
ঈদুল ফিতর উপলক্ষে পাঁচটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। সপ্তাহখানেক আগে প্রেম চোর ছবিটি সেই তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়। শেষ মুহূর্তে এসে গোয়েন্দাগিরি ছবিটিও ঈদের তালিকা থেকে বাদ যায়। এ বছরের ঈদের ছবি এখন ‘পাসওয়ার্ড’, ‘নোলক’, ‘আবার বসন্ত’।
ঈদ উপলক্ষে বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। নতুন সিনেমা মুক্তি নিয়ে চলচ্চিত্রপাড়ায় শেষ মুহূর্তে ব্যাপক তোড়জোড় চলছে। এরই মধ্যে মৌসুমি সিনেমা হলসহ দেশের প্রায় তিন শ সিনেমা হল প্রস্তুত। ছবির পোস্টার সাঁটানো, ব্যানার ঝোলানো প্রায় শেষ। উৎসবের আমেজ তৈরির উদ্দেশ্যে অনেক জেলা শহরের হলগুলোতে আলোকসজ্জা করা হচ্ছে।
কতগুলো হলে কোন ছবি মুক্তি পাচ্ছে, তার প্রাথমিক হিসাব এরই মধ্যে চলে এসেছে। তবে আবার বসন্ত ছাড়া বাকি দুটি ছবির প্রযোজক ও পরিবেশকেরা বলছেন, শেষ মুহূর্তে আরও কিছু হল বাড়তে পারে।
ঢাকার দুটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ দেশের সাতটি হলে মুক্তি পাচ্ছে তারিক আনাম খান ও স্পর্শিয়া অভিনীত ছবি আবার বসন্ত। পরিচালক অনন্য মামুন। এখন পর্যন্ত ১৮০টি হল বুক করেছে মালেক আফসারী পরিচালিত পাসওয়ার্ড, জানান ছবির প্রযোজক শাকিব খান। তবে চাঁদরাত পর্যন্ত আরও ১০ থেকে ১৫টি হল বাড়তে পারে। এ ছবির প্রধান দুটি চরিত্রে রয়েছেন শাকিব খান ও বুবলী।
শাকিব সনেট অ্যান্ড টিম পরিচালিত নোলক পাচ্ছে প্রায় ৮০টি হল। ছবির পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, পরে আরও ১০টি হল বাড়তে পারে। নোলক ছবির নায়ক শাকিব খান, নায়িকা ববি।
ঈদে শুরুতে হলসংখ্যা কমে যাওয়ার আশঙ্কার কথা শোনা যায়। প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন জানিয়েছিলেন, এবারের ঈদে হলসংখ্যা কমে আড়াই শর ঘরে নামতে পারে। কিন্তু শেষ পর্যন্ত মৌসুমি হলগুলোসহ ঈদের ছবির হলসংখ্যা গতবারের মতো এবারও তিন শর ঘরে ঠেকেছে।